পাসের হার ও জিপিএ-৫ দুই সূচকেই ছন্দপতন


প্রকাশিত: ১০:৪৭ এএম, ০৯ আগস্ট ২০১৫

পাসের হার ও জিপিএ-৫ দুই সূচকেই বড় ছন্দপতন হয়েছে এবারের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষায়।

এ বছর ৮টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসি সার্টিফিকেট ও সমমানের পরীক্ষার পাসের হার দাঁড়িয়েছে ৬৯ দশমিক ৬০ শতাংশ। যা গত বছর ছিলো ৭৫ দশমিক ৭৪ শতাংশ। জিপিএ-৫ কমেছে প্রায় ১৫ হাজার।

অবশ্য ফলের এই নিম্ম ধারার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ দু`জনই  বিএনপি-জামায়াত জোটের হরতাল অবরোধকে দায়ী করেছেন। তারা বলেছেন, বিএনপি-জামায়াত জোটের অবরোধের কারণে পাসের হার কমেছে।

রোববার আনুষ্ঠানিকভাবে এই ফল প্রকাশ করা হয়েছে। এতে দেখা যায়, মোট ১০ লাখ ৬১ হাজার ৬১৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৭ লাখ ৩৮ হাজার ৮৭২ জন। মোট জিপিএ পেয়েছে ৪২ হাজার ৮৯৪ জন। ৮ হাজার ২৯৪টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে শতভাগ শিক্ষার্থী পাস করেছে ১ হাজার ১৩৩টি থেকে।

অন্যদিকে ৮টি সাধারণ শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬৫ দশমিক ৮৪ শতাংশ। ৮ লাখ ৭৬ হাজার ৪৭৬ জনের মধ্যে পাস করেছে ৫ লাখ ৫৫ হাজার ৮৭ জন। মোট জিপিএ-৫ পেয়েছে ৩৪ হাজার ৭২১ জন।

কারিগরি শিক্ষা বোর্ডে মোট ৯৮ হাজার ১২৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৮৪ হাজার ১২৫ জন। পাসের হার ৮৫ দশমিক ৫৮। জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৪৩০ জন।

মাদ্রাসা বোর্ডে সর্বমোট ৮২ হাজার ৫৫৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৭০ হাজার ৪৩১ জন। পাসের হার ৯০ দশমিক ১৯। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৪৩৫ জন।

দুপুর ২টা থেকে অনলাইন ও এসএমএস-এর মাধ্যমে ফল পাওয়া যাচ্ছে।

গত বছর গড় পাসের হার ছিল ৭৮ দশমিক ৩৩ শতাংশ। ৮টি সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার কমেছে ৯ দশমিক ৯০ শতাংশ।

ফলাফলের দিক থেকে ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে রয়েছে। মেয়েদের পাসের হার ৭০ দশমিক ২৩। ১৯ হাজার ৬০১ জন জিপিএ-৫ পেয়েছে। অন্যদিকে ছেলেদের পাসের হার ৬৭ দশমিক ০৪ শতাংশ। জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা ২৩ হাজার ২৩৯ জন।

বিদেশে ৫টি কেন্দ্রে ৭টি ইনস্টিটিউশনের মোট ২৩৬ জন পরীক্ষায় অংশ নেয়। পাস করেছে ১১২ জন।

এছাড়া ঢাকা বোর্ডে ৬৮ দশমিক ১৬ শতাংশ, চট্টগ্রাম বোর্ডে ৬৩ দশমিক ৪৯ শতাংশ, দিনাজপুর শিক্ষা বোর্ডে ৭০ দশমিক ৩৬ শতাংশ, রাজশাহী শিক্ষা বোর্ডে ৭৭ দশমিক ৫৪ শতাংশ, বরিশাল বোর্ডে ৭০ দশমিক ০৬ শতাংশ, সিলেট শিক্ষা বোর্ডে ৭৪ দশমিক ৫৭, যশোর বোর্ডে ৪৬ দশমিক ৬৫, মাদ্রাসা বোর্ডে পাসের হার ৯০ দশমিক ১৯ শতাংশ ও কারিগরি বোর্ডে পাস করেছে ৮৫ দশমিক ৫৮ শতাংশ।

গত বছর জিপিএ-৫ পাওয়া শিক্ষাথীর সংখ্যা ছিলো ৫৫ হাজার। এবার কমে দাঁড়িয়েছে ৪২ হাজার ৮৯৪।

# পাঁচ বছরে ৪ হাজার শিক্ষার্থী বহিষ্কার
# কমেছে শতভাগ উত্তীর্ণ শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা
# পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ ৫ এ ছেলেরা
# এইচএসসিতে গড় পাসের হার ৬৯.৬০
# কমেছে বাংলায় পাসের হার
# কারিগরি বোর্ডে পাসের হার ৮৫ দশমিক ৫৮ শতাংশ
# সিলেট বোর্ডে কমেছে পাসের হার ও জিপিএ-৫
# দিনাজপুর শিক্ষ বোর্ডে পাশের হার ৭৪.৪৩
#জিপিএ ৫ পেয়েছেন ৪২ হাজার ৮৯৪ শিক্ষার্থী
# এইচএসসিতে গড় পাসের হার ৬৯.৬০
# এইচএসসি ও সমমানের ফল প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর
# হরতাল-অবরোধে-পাসের-হার-কমেছে--শিক্ষামন্ত্রী
# বিদেশি কেন্দ্রে পাসের হার ৮৯.৮১ শতাংশ
# যশোর-বোর্ডে-পাসের-হার-ও-জিপিএ-কমেছে
# বরিশাল-শিক্ষাবোর্ডে-পাসের-হার-৭০.৬
# বাংলায়-কম-নম্বর-পাওয়ায়-প্রধানমন্ত্রীর-দুঃখ
# ফল পেতে প্রতিষ্ঠানে জড়ো হচ্ছে শিক্ষার্থীরা
# রাজশাহী বোর্ডে পাশের হার ৭৭.৫৪
# ঢাকা-রেসিডেনসিয়াল-মডেল-কলেজের-বেড়েছে-পাসের-হার
# ২-কারণে-কুমিল্লা-বোর্ডে-ফল-বিপর্যয়
# এগিয়ে-মেয়েরা
# ভিকারুননিসায়-অকৃতকার্য-৬-শিক্ষার্থী
# বরিশাল-বোর্ডে-সেরা-৫-কলেজ
# এবারও-শীর্ষে-ফেনী-গার্লস-ক্যাডেট-কলেজ
# ৩৫ শিক্ষা প্রতিষ্ঠানে কেউ পাস করেনি
# মাদ্রাসা-বোর্ডে-পাসের-হার-৯০-দশমিক-১৯-শতাংশ
# মির্জাপুর ক্যাডেট কলেজে শতভাগ জিপিএ-৫

# সেরা রাজশাহী, খারাপ করেছে যশোর
# মতিঝিল আইডিয়ালে ৫২ দশমিক ৩৫ শতাংশ জিপিএ-৫
বগুড়ায় শতভাগ পাস নেই নামকরা কলেজগুলোতে
# কারাগারে থেকেও আলোর পথে ওরা ১৬ জন
# ক্যাডেট কলেজসমূহের অসাধারণ সাফল্য          
# ভিকারুননিসায় বাঁধভাঙা উল্লাস

এসএ/এমএইচ/একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।