কমেছে বাংলায় পাসের হার
এবারের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় বাংলায় পাসের হার কমেছে। রোববার প্রকাশিত ফল বিশ্লেষণ করে দেখা গেছে, মাদরাসা বোর্ডসহ ৮টি সাধারণ শিক্ষা বোর্ডে সব ক্ষেত্রে বাংলায় পাসের হার কমেছে।
ফলাফল পর্যালোচনায় দেখা যায়, ঢাকা বোর্ডে ২০১৪ সালের এইচএসসি পরীক্ষায় বাংলায় পাসের হার ছিলো ৯৭ দশমিক ২৮ শতাংশ। ২০১৫ সালে তা কমে দাঁড়িয়েছে ৯৫ দশমিক ৯১ শতাংশ। রাজশাহীতে এবার বাংলায় পাসের হার ৯৫ দশমিক ৮৫। গতবারে ছিলো ৯৮ দশমিক ০৮ শতাংশ। ৯২ দশমিক ৯৪ শতাংশ শিক্ষার্থী গতবার কুমিল্লা বোর্ডে বাংলায় পাস করলেও এবার করেছে ৮৮ দশমিক ২০ শতাংশ। যশোর বোর্ডে ২০১৪ সালের এইচএসসিতে ছিলো ৯৫ দশমিক ৫১ শতাংশ, এবার ৯১ দশমিক ৫১ শতাংশ। চট্টগ্রাম বোর্ডে বাংলায় পাসের হার কমে দাঁড়িয়েছে ৯০ দশমিক ৩০ শতাংশ। গতবারে ছিলো ৯২ দশমিক ২৪ শতাংশ।
বাংলা বিষয়ে বরিশালে পাশের হার গতবার ছিলো ৯২ দশমিক ১২। এবার কমে হয়েছে ৮৭ দশমিক ৩৪, সিলেটে ৯৭ দশমিক ৯৩ শতাংশ থেকে কমে ৯৩ দশমিক ২৪, দিনাজপুরে ৯৬ দশমিক ৪৭ শতাংশ থেকে কমে ৯৪ দশমিক ৫২।
এছাড়া মাদরাসা বোর্ডে গতবার বাংলায় পাশের হার ছিলো ৯৮ দশমিক ৯৪। এবার দশমিক ২ শতাংশ কমে হয়েছে ৯৮ দশমিক ৯২ শতাংশ।
এসএ/একে/আরআইপি