ভিকারুননিসায় বাঁধভাঙা উল্লাস


প্রকাশিত: ০৯:২২ এএম, ০৯ আগস্ট ২০১৫

রাজধানীর ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজে এ বছর পাশ করেছে ৯৪.৪শতাংশ শিক্ষার্থী।  এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৯৩৩জন। কলেজটি থেকে এবছর পরীক্ষা দিয়েছিল ১৪৪১ শিক্ষার্থী। এর মাঝে অকৃতকার্য হয়েছে ৬ শিক্ষার্থী। রোববার পরীক্ষার ফল প্রকাশের পর শিক্ষার্থীরা বাঁধভাঙ্গা উল্লাসে মেতে ওঠেন। এসময় অনেকের চোখে দেখা যায় আনন্দ অশ্রুও!

রোববার দুপুর আড়াইটায় আনুষ্ঠানিকভাবে ফল ঘােষণা করেন অধ্যক্ষ মোছা. সুফিয়া খাতুন।

তিনি জানান, এ বছর বিজ্ঞান শাখা থেকে পরীক্ষা দিয়েছে ৯৮১জন। যার মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৮৩৩ শিক্ষার্থী। আর অকৃতকার্য হয়েছেন দুইজন। মানবিক শাখায় পরীক্ষার্থী ছিল ১৬৯ জন, এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ২৪ জন। আর অকৃতকার্য হয়েছে চার শিক্ষার্থী।

এছাড়া বাণিজ্য শাখায় পরীক্ষা দিয়েছে ২৯২জন। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৭৬জন।

সরেজমিনে দেখা গেছে, ফল প্রকাশের পর জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীরা উল্লাস করছেন। তাদের বাঁধভাঙ্গা উল্লাসে কলেজ মাঠটি যেন এক ভিন্ন রুপ ধারণ করেছে। ফল পাওয়ার পর অনেক শিক্ষার্থীকে আনন্দ অশ্রুও ফেলতে দেখা গেছে।

জিপিএ ৫ পাওয়ার পর অনুভূতি কি জানতে চাইলে আফরোজা বিনতে হাসান নামের এক শিক্ষার্থী জাগাে নিউজকে বলেন, কাঙ্ক্ষিত ফল পাওয়ার তিনি অনেক খুশি। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চান তিনি।

তন্নী আক্তার নামের আরেক শিক্ষার্থীও ভিকারুননিসা থেকে এ বছর জিপিএ ৫ পেয়েছেন। তিনি বলেন, ভাল ফল করতে তিনি কঠোর পরিশ্রম করেছিলেন। আজ তার সেই পরিশ্রমের মূল্যায়ন হয়েছে। বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা শেষ করে দেশের কল্যাণে কাজ করার কথা জানান তিনি।

অধ্যক্ষ মোছা. সুফিয়া খাতুন বলেন, ভিকারুননিসার ফলাফলে তিনি সন্তুষ্ট। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকের সম্মিলিত প্রচেষ্টায় ভাল ফল করা সম্ভব হয়েছে বলেও তিনি জানান।

সেরা দশ অথবা শীর্ষস্থায়ী প্রতিষ্ঠানের নাম ঘোষণা না করাটাকে ভাল বলে মন্তব্য করেন তিনি।

এমএম/এসঅাইএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।