পাঁচ বছরে ৪ হাজার শিক্ষার্থী বহিষ্কার


প্রকাশিত: ১২:৪৮ পিএম, ০৯ আগস্ট ২০১৫

গত পাঁচ বছরে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় প্রায় ৪ হাজার শিক্ষার্থীকে অসৎ উপায় অবলম্বের জন্য বহিষ্কার করা হয়েছে। ২০১১ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত সময়কালে এই বহিষ্কারের ঘটনা ঘটেছে। শিক্ষা মন্ত্রণালয় প্রকাশিত ফল পর্যালোচনা থেকে এই তথ্য পাওয়া গেছে।

প্রকাশিত ফল পর্যালোচনা দেখা যায়, এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মোট ৮১০ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। সবচেয়ে বেশি ৮৩১ জনকে বহিষ্কার করা হয়েছে ২০১৩ সালে।

তথ্য মতে, ২০১১ সালে ৭৩৫ জন, ২০১২ সালে ৭৮৪ জন, ২০১৩ সালে ৮৩১ জন, ২০১৪ সালে ৭৬২ জন শিক্ষার্থী বহিষ্কার হয়েছে।

সূত্র বলছে, গত ৫ বছরে শুধু ঢাকা বোর্ডে বহিষ্কার হয়েছে ৫৪৬ জন, রাজশাহীতে ১৪৫ জন, কুমিল্লাতে ৩৭৬ জন, যশোরে ৪২৪ জন, চট্টগ্রামে ২৭০ জন, বরিশালে ২৮২ জন, সিলেটে ১২৩ জন, দিনাজপুরে সর্বোচ্চ ৬০৮ জন।

অন্যদিকে, মাদরাসা বোর্ডে ৬০৭ জন, কারিগরি বোর্ডে ৫ বছরে ৮৫৮ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

এসএ/আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।