সেরা রাজশাহী, খারাপ করেছে যশোর


প্রকাশিত: ০২:১১ পিএম, ০৯ আগস্ট ২০১৫

এ বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ৮টি শিক্ষা বোর্ডের মধ্যে সবচেয়ে ভালো ফলাফল করেছে রাজশাহী বোর্ড। পক্ষান্তরে সবচেয়ে খারাপ ফলাফল করেছে যশোর বোর্ড।

রোববার প্রকাশিত ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, রাজশাহী বোর্ড থেকে এ বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করেছে এক লাখ চার হাজার ৮৮২ জন পরীক্ষার্থী। এদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৮১ হাজার ৩৩০ জন শিক্ষার্থী। যা শতকরা ৭৭ দশমিক ৫৪ শতাংশ। মোট জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা পাঁচ হাজার ২৫০ জন। এছাড়া বোর্ডে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নেয়া ৬৯২টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে শতভাগ উত্তীর্ণ প্রতিষ্ঠান ২৬টি।

অন্যদিকে, ফলাফলে সবচেয়ে খারাপ করেছে যশোর বোর্ড। এ বোর্ড থেকে এ বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীর সংখ্যা এক লাখ ১৪ হাজার ২৮১ জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে মাত্র ৫৩ হাজার ৮৭ জন শিক্ষার্থী। যা শতকরা হারে ৪৬ দশমিক ৪৫ শতাংশ। মোট জিপিএ-৫ পেয়েছে এক হাজার ৯২৭ জন শিক্ষার্থী। এ বোর্ড থেকে এ বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ৫৬০টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেয়। যার মধ্যে শতভাগ উত্তীর্ণ প্রতিষ্ঠান মাত্র তিনটি।

উল্লেখ্য, রোববার সকাল ১০ টায় উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষার ফলাফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এরপর দুপুর ১টায় সচিবালয়ে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করেন তিনি।

এমএইচ/এসআইএস/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।