কারিগরি বোর্ডে পাসের হার ৮৫ দশমিক ৫৮ শতাংশ


প্রকাশিত: ১১:৩৬ এএম, ০৯ আগস্ট ২০১৫

এ বছর কারিগরি বোর্ডের পরীক্ষায় উত্তীর্ণের সংখ্যা শতকরা ৮৫ দশমিক ৫৮ শতাংশ। এই শিক্ষা বোর্ডে মোট উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা ৮৪ হাজার ১২৫। রোববার প্রকাশিত ফলাফল বিশ্লেষণে দেখা যায়, এ বছর কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯৮ হাজার ২৯৬। তার মধ্যে উত্তীর্ণের সংখ্যা হচ্ছে ৮৪ হাজার ১২৫ জন।

২০১৪ সালে এই শিক্ষাবোর্ডে উত্তীর্ণে শিক্ষার্থীর সংখ্যা ছিল ৮৮ হাজার ৯২৫। এই বছর কারিগরি শিক্ষাবোর্ডে শতকরা পাসের হার ৮৫ দশমিক ৫৮ শতাংশ। গত বছর এর সংখ্যা ছিল শতকরা ৮৫ দশমিক ০২ শতাংশ।

অন্যদিকে জিপিএ ৫ পেয়েছে ৬ হাজার ৪৩০ জন শিক্ষার্থী। গত বছর এর সংখ্যা ছিল ৬ হাজার ৩৯৩।

উল্লেখ্য, রোববার সকাল ১০টায় উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষার রেজাল্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেন শিক্ষামন্ত্রী নরুল ইসলাম নাহিদ। এরপর দুপুর ১টায় সচিবালয়ে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করেন তিনি।

এমএইচ/এসএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।