ভিকারুননিসায় অকৃতকার্য ৬ শিক্ষার্থী
দেশে অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় এবার অকৃতকার্য হয়েছে ৬ শিক্ষার্থী। বিজ্ঞান শাখা থেকে ৪ জন এবং মানবিক শাখা থেকে ২ শিক্ষার্থী এবার প্রতিষ্ঠানটি থেকে কৃতকার্য হতে পারেনি। রোববার দুপুর আড়াইটার পর প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মোছা. সুফিয়া খাতুন সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি জানান, বিজ্ঞান বিভাগ থেকে এ বছর পরীক্ষায় অংশ নিয়েছে ৯৮১ জন শিক্ষার্থী। যার মধ্যে ৮২২ জন জিপিএ ৫ পেয়েছে। আর এ বিভাগ থেকে অকৃতকার্য হয়েছেন ৪ শিক্ষার্থী।
এছাড়া মানবিক শাখা থেকে ১৬৯ পরীক্ষার্থীর মাঝে জিপিএ ৫ পেয়েছেন ২৪ জন শিক্ষার্থী। এর মধ্যে অকৃতকার্য হয়েছেন ২ জন।
প্রতিষ্ঠানটি থেকে ২০১৫ সালে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছে ১ হাজার ৮৪১ জন শিক্ষার্থী। তার মাঝে কৃতকার্য হয়েছেন ১ হাজার ৮৩৫ জন। পাশের হার শতকরা ৯৯ দশমিক ৪ শতাংশ।
এমএম/আরএস/পিআর