বরিশাল বোর্ডে সেরা ৫ কলেজ
বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এবারের এইচএসসি পরীক্ষায় সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে ক্যাডেট কলেজ। এখান থেকে ৫৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সকলেই জিপিএ-৫ পেয়ে পাশ করেছে। আর পাশের হার শতভাগ। ফলাফল শুনে শিক্ষার্থীরা উচ্ছাসে মেতে ওঠে।
এবার সেরা প্রতিষ্ঠানের তালিকা প্রকাশিত না হলেও ঘোষিত ফলাফল অনুযায়ী বরিশাল ক্যাডেট কলেজ যথারীতি প্রথম স্থানে রয়েছে।
ক্যাডেট কলেজের অধ্যক্ষ মো. সরোয়ার হোসেন খান জানান, এ সাফল্যের জন্য ক্যাডেটদের অবিভাবক ও শিক্ষকমন্ডলীর ভূমিকা রয়েছে। সকলের সমন্বিত চেষ্টায় এ ফলাফল অর্জন করা সম্ভব হয়েছে।
এছাড়া বরিশাল নগরীর জগদ্বিশ সারস্বত গার্লস স্কুল অ্যান্ড কলেজ থেকে দুইজন পরীক্ষার্থীর দুইজন, পটুয়াখালীর গলাচিপা পানপট্টি কলেজ থেকে দুইজনের মধ্যে দুইজন, পিরোজপুরের নাজিরপুরের শহীদ জননী মহিলা মহাবিদ্যালয় থেকে ৪৪ পরীক্ষার্থীর ৪৪ জন এবং পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সেহাঙ্গল স্কুল অ্যান্ড কলেজ থেকে ৫৩ জন পরীক্ষার্থীর সবাই পাশ করেছে।
রোববার বেলা ১১টার দিকে বরিশাল শিক্ষা বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মোতালেব হাওলাদার আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন। এরপর দুপুর ২টার পর কেন্দ্রে কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়।
সাইফ আমীন/এআরএ/পিআর