২ কারণে কুমিল্লা বোর্ডে ফল বিপর্যয়
কুমিল্লা বোর্ডে এবারের এইচএসসি পরীক্ষায় গত বছরের তুলনায় পাশের হার ও জিপিএ-৫ এর সংখ্যা কমেছে। ইংরেজি এবং আইসিটি বিষয়ে পরীক্ষার্থীরা ভালো ফল করতে পারেনি বলে এবারের ফল বিপর্যয় ঘটেছে বলে বোর্ড সূত্রে জানা গেছে।
বোর্ড সূত্রে জানা যায়, এ বছর পাশের হার ৫৯ দশমিক ৮০ শতাংশ। গত বছর পাশের হার ছিল ৭০ দশমিক ১৪ শতাংশ। এ বছর কুমিল্লা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৪৫২ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৭৫৪ জন ও ছাত্রী ৬৯৮ জন। গত বছর জিপিএ-৫ পেয়েছিলো ২ হাজার ৬০০ জন শিক্ষার্থী।
জানা গেছে, এ বছর অত্র বোর্ডের অধীন কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর জেলার ৯৯ হাজার ৯৬৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এতে পাশ করেছে ৫৯ হাজার ৭৭৮ জন। এর মধ্যে ছাত্রের সংখ্যা ২৮ হাজার ৭৫৫ জন। পাশের হারে ছাত্রীর সংখ্যা বেশি ৩১ হাজার ২৩ জন। এবার বোর্ডে শতভাগ উত্তীর্ণ শিক্ষা প্রতিষ্ঠান ৬টি।
কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কায়সার আহমেদ জাগো নিউজকে জানান, এ বছর পরীক্ষার্থীরা ইংরেজি এবং আইসিটি বিষয়ে খারাপ করায় পাশের হার ও জিপিএ-৫ এর সংখ্যা কমেছে।
মো. কামাল উদ্দিন/এমজেড/পিআর