মতিঝিল আইডিয়ালে ৫২ দশমিক ৩৫ শতাংশ জিপিএ-৫


প্রকাশিত: ০২:১৮ পিএম, ০৯ আগস্ট ২০১৫

২০১৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। ফলাফলে দেশে অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে জিপিএ-৫ (A+) পেয়েছে ৫৫৬ জন। যা কলেজটি থেকে জিপিএ-৫ পাওয়ার হার ৫২ দশমিক ৩৫ শতাংশ।

রোববার ফল প্রকাশের পর প্রতিষ্ঠানটির সহকারী প্রধান শিক্ষক (অধ্যক্ষ দায়িত্ব প্রাপ্ত) মো. আ. ছালাম খান জাগো নিউজকে এ তথ্য জানান।

তিনি জানান, এবার মতিঝিল আইডিয়ালে থেকে মোট ১ হাজার ৮৪ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে কৃতকার্য হয়েছে ১ হাজার ৬২ জন অর্থাৎ ৯৭ দশমিক ৯৭ শতাংশ। আর অকৃতকার্য হয়েছে ২২ জন।

জানা যায়, মতিঝিল আইডিয়ালে বিজ্ঞান বিভাগ থেকে এ বছর পরীক্ষায় অংশ নিয়েছে ৬২৪ জন শিক্ষার্থী। যার মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৪৪৬ জন অর্থাৎ ৭১ দশমিক ৫৮ শতাংশ । আর এ বিভাগ থেকে অকৃতকার্য হয়েছেন ১ জন শিক্ষার্থী।

ব্যবসায় শিক্ষা শাখা থেকে ৩০৪ পরীক্ষার্থীর মধ্যে জিপিএ ৫ পেয়েছেন ১০৩ জন অর্থাৎ ৩৪ দশমিক ২২ শতাংশ শিক্ষার্থী। এর মধ্যে অকৃতকার্য হয়েছেন ৩ জন।

এছাড়া মানবিক শাখা থেকে ১৫৬ পরীক্ষার্থীর মধ্যে জিপিএ ৫ পেয়েছেন ৭ জন শিক্ষার্থী। এর মধ্যে অকৃতকার্য হয়েছেন ১৮ জন।

ফলাফল প্রকাশের পর মতিঝিল আইডিয়ালের শিক্ষার্থীরা উল্লাসে ফেটে পড়ে। তাদের এ ফলাফলে কলেজের শিক্ষক ও অভিভাকরাও ব্যাপক খুশি। কলেজের মাঠে শিক্ষার্থীরা নানা ভাবে উল্লাসে মেতে উঠে।

ফলাফলের সম্পর্কে মতিঝিল আইডিয়ালে অ্যান্ড কলেজের দায়িত্ব প্রাপ্ত অধ্যক্ষ ছালাম খান বলেন, আমাদের ছাত্র-ছাত্রীদের সাফল্যে আমরা সন্তুষ্ট। এই সাফল্যের সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে আমাদের শিক্ষক ও অভিভাকদের প্রচেষ্টা আর সর্বপরি শিক্ষার্থীদের চেষ্টা। তাছাড়া আমাদের গভর্ননিং সব ধরণের সহযোগিতা ছিল।

উল্লেখ্য, রোববার সকাল ১০টায় উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষার ফলাফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেন শিক্ষামন্ত্রী নরুল ইসলাম নাহিদ। এরপর দুপুর ১টায় সচিবালয়ে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করেন শিক্ষামন্ত্রী।

এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের শতকরা হার ৬৯ দশমিক ৬০ শতাংশ।

এসআই/আরএস/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।