১২ জুন : একনজরে সারাদিনের খবর


প্রকাশিত: ০৩:৪৯ পিএম, ১২ জুন ২০১৫

রুবেলের নজর দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজে
ভারতের বিপক্ষে চলমান টেস্ট দলে জায়গা না পাওয়ায় বেশ হতাশ পেসার রুবেল হোসেন। তবে আসন্ন ওয়ানডে সিরিজে ভাল করতে দৃঢ় প্রতিজ্ঞ তিনি। চলমান একমাত্র টেস্ট শেষে আগামী ১৮ জুন মিরপুর জাতীয় স্টেডিয়ামে ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে।

রাজস্থানে বাসে বিদ্যুতের তার জড়িয়ে নিহত ২৫
ভারতের রাজস্থানে একটি বাস বিদ্যুতের তারে জড়িয়ে অন্তত ২৫ জন নিহত হয়েছে। এছাড়া একই ঘটনায় আরো বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। শুক্রবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

বিমান বাহিনীর নতুন প্রধান আবু এসরার
বাংলাদেশ বিমান বাহিনীর নতুন প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন এয়ার মার্শাল আবু এসরার। শুক্রবার তিনি এ দায়িত্ব গ্রহণ করেছেন।

জ্বালানি খাতে চীনের সহযোগিতা চেয়েছেন স্পিকার
বাংলাদেশের জ্বালানি খাতে চীনকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী। চীন সফরকালে শুক্রবার সে দেশের ভাইস প্রেসিডেন্ট লি ইয়ানচাও’য়ের সঙ্গে সাক্ষাতে স্পিকার এ আহ্বান জানান।

শেষ দিনে জমে উঠেছে রিহ্যাবের আবাসন মেলা
মেলার শেষ দিন শুক্রবার ছুটির দিনে ক্রেতা ও দর্শণার্থীদের পদচারণায় মুখর রয়েছে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রিহ্যাবের গ্রীষ্মকালীন আবাসন মেলা প্রাঙ্গণ। স্বপ্নের আপন ঠিকানার সন্ধানে এক স্টল থেকে অন্য স্টলে ঘুরে বেড়াচ্ছেন ক্রেতা-দর্শণার্থীরা।

আবারো টিএনসিএ’র সভাপতি হলেন বিতর্কিত শ্রীনিবাসন
আবারো তামিলনাডু ক্রিকেট অ্যাসোসিয়েশনের (টিএনসিএ) সভাপতি নির্বাচিত হলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সাবেক সভাপতি ও ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বর্তমান চেয়ারম্যান বিতর্কিত এন শ্রীনিবাসন। টিএনসিএ’র ৮৫তম বার্ষিক সাধারণ সভায় শুক্রবার তিনি পুন:নির্বাচিত হন।

বাংলা একাডেমিতে বর্ষা নিয়ে ব্যতিক্রমী আয়োজন
বর্ষা বন্দনার নানা কবিতা ও গানে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা একাডেমির উন্মুক্ত প্রাঙ্গণে ‘এই বরষায়’ শীর্ষক বর্ষাবরণ অনুষ্ঠানমালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিনভর গানের সুরে, নৃত্যের নান্দনিকতায়, কবিতার ছন্দে উচ্চারিত হয় বর্ষার এই জয়গান। সেই সঙ্গে ছিল নাটক, চলচ্চিত্র, ছবি আঁকা, কাবাডি প্রতিযোগিতা, পাপেট শো, বর্ষাবিষয়ক সেমিনার ও ছবির প্রদর্শনী।

চট্টগ্রামে জলাবদ্ধতা : ২১ বছরেও বাস্তবায়ন হয়নি ড্রেনেজ প্ল্যান
জলাবদ্ধতা সিটি কর্পোরেশন নির্বাচনে প্রধান ইস্যু হলেও নির্বাচনের পর কেউ এ নিয়ে বাস্তবসম্মত কর্মকৌশল ও পরিকল্পনা গ্রহণ করেনি।

নকলে বাধা দেয়ায় ছাত্রলীগ নেতার হাতে শিক্ষক লাঞ্ছিত
শুক্রবার শিক্ষক নিবন্ধন পরীক্ষায় নকল করতে বাধা দেয়ায় দুই জন শিক্ষককে লাঞ্ছিত করেছেন এক ছাত্রলীগ নেতা। এ ঘটনায় ক্ষুদ্ধ শিক্ষকরা একজোট হয়ে ধাওয়া দিয়ে ওই ছাত্রলীগ নেতাকে কলেজ ক্যাম্পাস থেকে বের করে দেয়।

পাহাড়ি ঢলে ঝিনাইগাতী-ভটপুর সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন
শেরপুরের সোমেশ্বরি নদীতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের প্রবল তোড়ে ঝিনাইগাতী-ভটপুর সড়ক বিলভরট উচ্চ বিদ্যালয়ের সন্নিকটে প্রায় ৫০ ফুট ভেঙে গেছে। এতে ওই সড়কে যোগাযোগ বিছিন্ন হয়ে পড়েছে। এলজিইডির এ পাকা সড়ক ভেঙে যাওয়ায় পাহাড়ি ঢলের পানিতে ঝিনাইগাতী উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে পানি বন্দী হয়ে পড়েছে আশপাশের ছয় গ্রামের শত শত মানুষ।

বাংলাদেশ-ভারত একসঙ্গে এগিয়ে যাবে : শিল্পমন্ত্রী
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, বাংলাদেশ এতো এগিয়েছে যা কল্পনার বাইরে। এখন বাংলাদেশ-ভারত একসঙ্গে এগিয়ে যাবে। ১৯৭৪ সালে ভারত স্বাধীনতা অর্জন করে সেই দেশের সীমানা। আর দেশের আয়তন নির্ধারণে মুজিব-ইন্দিরা গান্ধী চুক্তি সই হলো। আমরা শেখ মুজিবের নেতৃত্বে সেই চুক্তি পার্লামেন্টে পাশ করিয়েছিলাম। কিন্তু ভারতে বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে সেই চুক্তি বাস্তবায়িত হয়নি। ১৯৯৬ সালেও শেখ হাসিনা চেষ্টা করেছিলেন তখন তিনি সামর্থ্য হননি। যা এখন সম্ভব হয়েছে।

বাংলাদেশ সফরের সাফল্যে মোদিকে কৈরালার অভিনন্দন
সফলতার সঙ্গে বাংলাদেশ সফর শেষ করায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী সুশীল কৈরালা। বৃহস্পতিবার সকালে দুই প্রধানমন্ত্রীর ফোনালাপে মোদিকে এই অভিনন্দন জানান তিনি। ভারতের প্রধানমন্ত্রীর সরকারি ওয়েবসাইটে দুই প্রধানমন্ত্রীর টেলিকথোপকথন ও এর বিষয়বস্তু প্রকাশিত হয়।

সময়ের আগেই শেষ তৃতীয় দিনের খেলা
সাকিব-জুবায়ের ঘূর্ণির পর বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের অনেক আগেই শেষ হয়ে গেছে ফতুল্লা টেস্টের তৃতীয় দিনের খেলা। বিকাল ৪টা ১০ মিনিটে তৃতীয় দিনের খেলা শেষ ঘোষণা করেন আম্পায়াররা। প্রথম দিন বৃষ্টির কারনে খেলা হয়েছিল মাত্র ৫৬ ওভার। দ্বিতীয় দিন কোনো বলই মাঠে গড়ায় নি। আর তৃতীয় দিন মাঠে খেলা হয় মাত্র ৪৭.৩ ওভার।

দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টি হতে পারে
অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ আজ দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। শুক্রবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহওয়া অধিদফতর।

রমজানের আগেই বাড়ছে নিত্যপণ্যের দাম
পবিত্র রমজান আসতে সপ্তাহ বাকি। আর এ রমজানকে সামনে রেখে ইতিমধ্যেই বাড়তে শুরু করেছে রাজধানীর নিত্যপণ্যের দর। সপ্তাহের ব্যবধানে বেড়েছে ছোলা, বুট, মাংস, সবজি আর আদা রসুনের দাম। এছাড়াও আগের বারতি দামেই বিক্রি হচ্ছে অন্যান্য পণ্য। বাণিজ্যমন্ত্রীর কঠোর হুঁশিয়ারিতেও থেমে নেই নিত্যপণ্যের দাম। ক্রয়ক্ষমতার বাইরে থাকায় ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।

বিপদসীমার কাছাকাছি তিস্তার পানি
উজানের ঢল ও ভারী বৃষ্টিপাতে তিস্তা নদীর পানি ডালিয়া পয়েন্টে বিপদ সীমার ২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বর্ষাকালের শুরুতে শুক্রবার সকালে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে ৫২ দশমিক ৩৮ সেন্টিমিটারে প্রবাহিত হয়ে ( বিপদসীমা ৫২ দশমিক ৪০ সেন্টিমিটার) বিপদসীমা ছুঁই ছুঁই করছে। বৃহস্পতিবার বিকালে তিস্তার পানি বিপদ সীমার ১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও শুক্রবার সকাল ৬টা থেকে বিপদসীমার ২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

খালেদার সঙ্গে সরাসরি সাক্ষাতের সুযোগ পাচ্ছেন তৃণমূলের কর্মীরা
বিএনপির অনেক হেভিয়েট নেতা বিভিন্ন সময়ে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের চেষ্টা করে ব্যর্থ হলেও এবার পরিস্থিতি পাল্টাতে শুরু করেছে। এখন থেকে দলের যেকোন স্তরের নেতা বা কর্মীরা গুলশান কার্যালয়ে গিয়ে চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সরাসরি সাক্ষাত করতে পারবেন।বিএনপি সূত্রে এ তথ্য জানা গেছে।

এসএইচএস

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।