শেষ দিনে জমে উঠেছে রিহ্যাবের আবাসন মেলা
মেলার শেষ দিন শুক্রবার ছুটির দিনে ক্রেতা ও দর্শণার্থীদের পদচারণায় মুখর রয়েছে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রিহ্যাবের গ্রীষ্মকালীন আবাসন মেলা প্রাঙ্গণ। স্বপ্নের আপন ঠিকানার সন্ধানে এক স্টল থেকে অন্য স্টলে ঘুরে বেড়াচ্ছেন ক্রেতা-দর্শণার্থীরা।
বিকেলে মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা গেছে, গত কয়েক দিনের তুলনায় মেলায় লোকসমাগম বেশি। অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর কর্মীরা ক্রেতাদের আকৃষ্ট করতে উপস্থাপন করছেন ভবনের নকশা আর প্লটের লোকেশন। ক্রেতারাও পাচ্ছেন আবাসন খাতের জমি ও ফ্ল্যাটে বিনিয়োগের খুঁটিনাটি সব প্রশ্নের উত্তর, তেমনি তাদের দৃষ্টি আর্কষণে বিক্রেতারা দিচ্ছেন- মূল্য ছাড়ের মতো সব অফার। এখানে দর্শণার্থীরা এসে তাদের পছন্দসই প্লট বা ফ্ল্যাট দেখে যাচ্ছেন এবং এ সম্পর্কে ধারণা নিয়ে যাচ্ছেন। তারা পরে কিনবেন বলে আশাবাদী বিক্রেতারা।
মেলায় অংশ নেওয়া বসুধা বিল্ডার্স লিমিটেডের সেলস ও মার্কেটিং বিভাগের ডেপুটি ম্যানেজার সাইফুদ্দিন মাহমুদ বাপ্পী জাগো নিউজকে বলেন, মেলা উপলক্ষে বসুধা বিল্ডার্স দিয়েছে বিভিন্ন আকর্ষণীয় অফার। এর মধ্যে রয়েছে, কিস্তিতে ফ্ল্যাট বা প্লট কিনলে ৫ শতাংশ ছাড়। নগদে কিনলে ২৫ শতাংশ ছাড়। এছাড়া প্রতিটি বুকিংয়ের সঙ্গে রয়েছে আকর্ষণীয় উপহার। মেলায় আমরা ভালো ক্রেতার ভালো সাড়া পাচ্ছি।
তিনি বলেন, গত তিন দিনের চেয়ে আজ মেলায় ক্রেতা দশণার্থী বেশি হওয়ায় সাড়া পাচ্ছি। ইতোমধ্যে আমাদের বেশকিছু প্রোডাক্ট আমরা বিক্রি করেছি। আরো বেশ কিছু প্রোডাক্ট বিক্রি প্রক্রিয়াধীন রয়েছে। ক্রেতাদের মধ্যে আমাদের ল্যান্ড প্রজেক্টের চাহিদা বেশি লক্ষ্য করছি। বিশেষ করে সোনারগাঁওয়ে বসুধা সিটির বিষয়ে ক্রেতারা বেশি খোঁজখবর নিচ্ছেন।
কথা হয় মেলায় ঘুরতে আশা বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আবদুর রহমানের সঙ্গে। তিনি বলেন, মেলায় এসেছি চাহিদা মতো ফ্ল্যাট কেনার জন্য। এখানে এক স্থানে অনেক প্রতিষ্ঠানের বিভিন্ন ধরনের ফ্ল্যাট সর্ম্পকে জানা যায়। এখনই না কিনলেও তথ্য সংগ্রহ করছি। পরে সুযোগ বুঝে কিনবো।
উল্লেখ্য, মঙ্গলবার থেকে শুরু হওয়া চার দিনব্যাপি রিহ্যাবের গ্রীষ্মকালীন মেলার আজ শেষ দিন। রাত ৯টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। প্রবেশ মূল্য সিঙ্গেল টিকিট ৫০ টাকা ও মাল্টিপল টিকিট ১০০ টাকা। সিঙ্গেল টিকিট দিয়ে একবার ও মাল্টিপল টিকিট দিয়ে চারবার প্রবেশ করা যাবে। মেলায় এবার স্টল রয়েছে ১৩৫টি। আবাসন কোম্পানির পাশাপাশি ২৮টি বিল্ডিং ম্যাটেরিয়াল ও আর্থিক প্রতিষ্ঠান অংশ নিয়েছে।
এসআই/বিএ