বাংলাদেশ সফরের সাফল্যে মোদিকে কৈরালার অভিনন্দন
সফলতার সঙ্গে বাংলাদেশ সফর শেষ করায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী সুশীল কৈরালা। বৃহস্পতিবার সকালে দুই প্রধানমন্ত্রীর ফোনালাপে মোদিকে এই অভিনন্দন জানান তিনি। ভারতের প্রধানমন্ত্রীর সরকারি ওয়েবসাইটে দুই প্রধানমন্ত্রীর টেলিকথোপকথন ও এর বিষয়বস্তু প্রকাশিত হয়।
এ সময় মোদিকে বাংলাদেশ সফরের সময় ঐতিহাসিক বিভিন্ন চুক্তি স্বাক্ষর করার জন্যও অভিনন্দন জানান নেপালের প্রধানমন্ত্রী। টেলিফোনে বাংলাদেশ-ভারত-নেপাল-ভুটানের মধ্যকার উপ-আঞ্চলিক সড়ক যোগাযোগে সমর্থন দেয়ার জন্য মোদিকে স্বাগত জানান কৈরালা।
এই সফরকে মোদির ‘প্রতিবেশীরাই প্রথম নীতি’ এবং ভারতের প্রতিবেশীর প্রতি মোদির গভীর সম্পর্কের প্রতিশ্রুতির আরেকটি উদাহরণ হিসেবে উল্লেখ করেন নেপালের প্রধানমন্ত্রী।
ফোনালাপে সুশীল কৈরালা ভারতের প্রধানমন্ত্রীকে গত সোমবার নেপালের খসড়া সংবিধান প্রণয়ন হওয়ার বিষয়ে অবহিত করেন। এ সময় কৈরালা তার সরকারের আয়োজনে নেপালে অনুষ্ঠিত প্রাথমিক দাতাদের সম্মেলনে বক্তৃতা করার জন্য আগামী ২৫ জুন মোদিকে নেপাল সফর করারও আমন্ত্রণ জানান।
ফোনালাপে কৈরালা মোদিকে গত এপ্রিল ও মে মাসে ঘটে যাওয়া ভূমিকম্পের পর নেপাল পুনর্গঠন ও পুনর্নির্মাণে তার সরকারের নেয়া পদক্ষেপগুলোর বিষয়ে ভারতের প্রধানমন্ত্রীকে অবহিত করেন।
প্রসঙ্গত, প্রায় এক দশকের অচলাবস্থার পর নেপালের ক্ষমতাসীন ও বিরোধী প্রধান চারটি রাজনৈতিক দল একটি নতুন সংবিধান প্রণয়নের বিষয়ে একমত হয়েছে। এর আওতায় নেপালে আটটি নতুন রাজ্য গঠন করার প্রাথমিক সিদ্ধান্ত নেয়া হয়। কৈরালার বাসভবনে গত সোমবার রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুসারে দেশে যে আটটি রাজ্য তৈরি হবে, সেগুলোর সীমানা নির্ধারণের জন্য একটি বিশেষ কমিশন গঠন করা হবে।
এসএইচএস/এমএস