রুবেলের নজর দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজে
ভারতের বিপক্ষে চলমান টেস্ট দলে জায়গা না পাওয়ায় বেশ হতাশ পেসার রুবেল হোসেন। তবে আসন্ন ওয়ানডে সিরিজে ভাল করতে দৃঢ় প্রতিজ্ঞ তিনি। চলমান একমাত্র টেস্ট শেষে আগামী ১৮ জুন মিরপুর জাতীয় স্টেডিয়ামে ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে।
প্রধান কোচ চন্ডিকা হাতুরুসিংহের মতে গত মাসে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে ইনজুরিতে পড়ার কারণে রুবেলকে ভারতের বিপক্ষে চলমান একমাত্র টেস্ট দলে রাখা হয়নি।
শুক্রবার রুবেল বলেন, ‘বাংলাদেশ খুব বেশি টেস্ট খেলার সুযোগ পায় না। সুতরাং এ ম্যাচ মিস করে অবশ্যই আমি কিছুটা হতাশ। তবে এখন আমার কিছুই করার নেই। আমার সব নজরই এখন ওয়ানডে সিরিজের প্রতি। ওয়ানডে সিরিজ শুরু হওয়ার আগে আমি পুরোপুরি প্রস্তুত ও ম্যাচ ফিটনেস ফিরে পেতে চাই। সত্যিকারভাবেই ভারতের বিপক্ষে ভাল পারফরমেন্স করতে চাই।’
ফিটনেস সম্পর্কে জানতে চাইলে ২৫ বছর বয়সী রুবেল বলেন, ‘এই মুহূর্তে আমি ভাল বোধ করছি। আমি সেরে উঠেছি।’ বিষয়টি ব্যাখ্যা করে তিনি ‘দু:শ্চিন্তার কিছু নেই। আমি পুরোপুরি ফিট না সে কথা বলছি না। তবে একটা টেস্ট ম্যাচে একজন খেলোয়াড়ের উপর বাড়তি অনেক চাপ থাকে।’
ভারত সফরের দুই সপ্তাহ পর বাংলাদেশ সফরে আসছে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াসদের বিপক্ষে টেস্ট সিরিজে খেলার ব্যাপারে আশাবাদী রুবেল। দেশের অন্যতম এ পেসার বলেন, ‘আমি এ টেস্টে (ভারতের বিপক্ষে) দলে সুযোগ পাইনি। তার মানে এই নয় যে, ভবিষ্যতে আমি আর টেস্ট দলে জায়গা পাচ্ছি না। আমার সমস্ত নজর এখন দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রতি এবং সে জন্য প্রস্তুত হতে আমি সম্ভব সব কিছুই করছি।’
এসএইচএস