বাংলা একাডেমিতে বর্ষা নিয়ে ব্যতিক্রমী আয়োজন


প্রকাশিত: ১২:৩৯ পিএম, ১২ জুন ২০১৫

বর্ষা বন্দনার নানা কবিতা ও গানে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা একাডেমির উন্মুক্ত প্রাঙ্গণে ‘এই বরষায়’ শীর্ষক বর্ষাবরণ অনুষ্ঠানমালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিনভর গানের সুরে, নৃত্যের নান্দনিকতায়, কবিতার ছন্দে উচ্চারিত হয় বর্ষার এই জয়গান। সেই সঙ্গে ছিল নাটক, চলচ্চিত্র, ছবি আঁকা, কাবাডি প্রতিযোগিতা, পাপেট শো, বর্ষাবিষয়ক সেমিনার ও ছবির প্রদর্শনী।

`গ্রে অ্যাডভারটাইজিং বাংলাদেশ লিমিটেড’ এবং ’ওয়াটার এইড’ নামের দুটি সংস্থা এই ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর প্রধান অতিথি হিসেবে সকালে বাংলা একাডেমির নজরুল মঞ্চ থেকে বেলুন উড়িয়ে এই অনুষ্ঠানমালার উদ্বোধন করেন। এ সময় অনুষ্ঠানের আয়োজকদের অন্যতম গ্রে’র কান্ট্রি হেড সৈয়দ গাউসুল আলম শাওন এবং বাংলা একাডেমির প্রশাসনিক বিভাগের পরিচালক মো. হাসান-উল-কবীর উপস্থিত ছিলেন।


দিনভর সুরে সুরে শ্রোতা-দর্শককে মাতিয়ে রাখে সঙ্গীত দল বাপ্পা মজুমদার অ্যান্ড ফ্রেন্ডস, জলের গান, চিরকুট, জুয়েল অ্যান্ড ফ্রেন্ডস ও সমুদ্র। একক কণ্ঠে গান শোনান শাহেদ, তপু ও মিনার। বৃন্দ নৃত্য পরিবেশন করে নৃত্যদল ধৃতি নর্তনালয় এবং সুইটি দাশ ও তার দল। একক নৃত্য উপস্থাপন করেন ওয়ার্দা রিহাব। আবৃত্তি করেন ভাস্বর বন্দ্যোপাধ্যায়, শিমুল মুস্তাফা। পরিবেশিত হয় জল পুতুলের পাপেট শো। মূকাভিনয় পরিবেশন করেন মীর লোকমান। সম্মেলক কণ্ঠে আবৃত্তি পরিবেশন করেন স্রোতের বাচিকশিল্পীরা। চট্টগ্রামের নাট্যদল নাটুয়া মঞ্চস্থ করে নাটক।


এছাড়া বিভিন্ন পরিবেশনায় অংশ নেন মীরাক্কেলের প্রতিযোগী শাওন, পরশ ও সাইফুল। এ সবের সঙ্গে বৃষ্টির পানি ব্যবহার ও সংরক্ষণ নিয়ে আলোচনা ও মডেল প্রদর্শনী অনুষ্ঠিত হয়।


আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।