১৫ জুন ২০১৫ : একনজরে সারাদিনের খবর


প্রকাশিত: ০৪:০০ পিএম, ১৫ জুন ২০১৫

ময়মনসিংহে অটোরিকশা ও মাহেন্দ্রর সংঘর্ষে নিহত ৭
ময়মনসিংহের মুক্তাগাছার মিমুরিয়া নামক স্থানে সিএনজি অটোরিকশা ও মাহেন্দ্রর মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের চার জনসহ সাতজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো চারজন। এদের মধ্যে দু`জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশনা মানছেন না বিশেষজ্ঞ চিকিৎসক-শিক্ষকরা!
স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশনা মানছেন না বিশেষজ্ঞ চিকিৎসক-শিক্ষকরা! বর্তমানে রাজধানী ঢাকার বিভিন্ন মেডিকেল কলেজ, বিশেষায়িত হাসপাতাল ও ইনস্টিটিউটে বর্তমানে প্রায় তিন শতাধিক অতিরিক্ত চিকিৎসক-শিক্ষক ওএসডি সংযুক্তি হিসেবে এবং বিভিন্ন পদের বিপরীতে চাকরি করছেন! স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদফতরের একাধিক দায়িত্বশীল কর্মকর্তা সূত্রে এসব তথ্য জানা গেছে।

প্রতিবেশীদের নিয়েও ভাবতে হবে : শেখ হাসিনা
দারিদ্র্যকে অভিন্ন শত্রু হিসাবে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রতিবেশী দেশগুলোর সাথে সুসম্পর্ক বজায় রেখে ও যোগাযোগ জোরদারের মাধ্যমে এবং দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের ভৌগলিক গুরুত্বকে কাজে লাগিয়ে জনগণের জীবনমান উন্নত করে দেশের উন্নয়ন আরো ত্বরান্বিত করাই আমাদের লক্ষ্য। এর বিরুদ্ধে সকলকে একযোগে লড়াই চালাতে হবে। কেবল নিজেদের নিয়ে ভাবনাটা সঠিক হবে না। আমাদেরকে প্রতিবেশীদের নিয়েও ভাবতে হবে। লন্ডনের পার্ক লেন হোটেলে রোববার সন্ধ্যায় প্রধানমন্ত্রীকে দেয়া এক সাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।

জামায়াত ছাড়লেই বিএনপির সঙ্গে আলোচনা
জামায়াতে ইসলামকে ছাড়লে যেকোনো সময় বিএনপির সঙ্গে আলোচনায় বসতে পারে সরকার দলীয় সংগঠন আওয়ামী লীগ। সরকার বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট থেকে জামায়াতে ইসলামীকে সরানোর নানা কৌশল নিয়ে ব্যর্থ হলেও সম্প্রতি নরেন্দ্র মোদির সফরের পর বিষয়টি ফের সামনে আসে। সংলাপ বা আলোচনায় জামায়াতই এখন প্রধান অন্তরায়, এমনটিই মনে করছে আওয়ামী লীগ।

বৃষ্টিতে ভিজে শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন দলবির সিং
মহান স্বাধীনতা যুদ্ধে শাহাদাত বরণকারী সশস্ত্র বাহিনী বিভাগের শহীদদের প্রতি বৃষ্টিতে ভিজে শিখা অনির্বাণে শ্রদ্ধা জানালেন ভারতের সেনা প্রধান জেনারেল দলবির সিং। সোমবার বিকেল ৫টা ২০ মিনিটে তিনি এ শ্রদ্ধা জানান। এ সময় তার মাথায় ছাতা ধরতে চাইলে এতে তিনি সম্মত দেননি।

ওজন ঝরিয়ে ফিট বিশ্বের সবচেয়ে মোটা মানুষটি!
ছিলেন বিশ্বের সবচেয়ে মোটা মানুষ। এক ধাক্কায় ৩০০ পাউন্ড ওজন কমিয়ে আবার হলেন সংবাদের শিরোনাম। কিন্তু ওজন ঝরালে দেখতে যে এমন কদর্য হয়ে উঠবেন, ধারণা ছিল না পল ম্যাসনের। ৯৮০ পাউন্ড থেকে ৬৫০ পাউন্ড! একধাক্কায় ৩০০ পাউন্ড কমানো আদৌ সহজ ছিল না পলের জন্য।

উপজেলায় সংরক্ষিত নারী পদে নির্বাচন : অনিয়মের অভিযোগ
সারাদেশে ৩৭৭টি উপজেলায় ১২৪৫টি নারী সদস্য পদে ভোটগ্রহণে বেশ কিছু স্থানে অনিয়মের খবর পাওয়া গেছে। অনিয়মের কারণে হবিগঞ্জ সদর উপজেলার ভোটগ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত টানা এসব উপজেলায় ভোটগ্রহণ চলে।

কেন্দ্রীয় কারাগারে মুজাহিদ
মহান মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদের আপিলের চূড়ান্ত রায় ঘোষণা করা হবে মঙ্গলবার। এ উপলক্ষ্যে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিয়ে আসা হয়েছে।

থিম্পুতে চার দেশের মোটরযান চলাচল চুক্তি স্বাক্ষর
দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্কের আওতাভুক্ত দেশ বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের মধ্যে যাত্রী ও পণ্যবাহী যানবাহন চলাচলের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশের পক্ষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের চুক্তিতে স্বাক্ষর করেন।

রমজানের শুরুতে বাড়বে নিত্যপণ্যের দাম
পবিত্র রমজান আসতে বাকি আর কয়েকদিন। ইতোমধ্যেই কয়েক দফা বেড়েছে পেঁয়াজ, ছোলা, বুট ও ডালের দাম। এছাড়াও আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে অন্যান্য নিত্যপণ্য। দাম কমার কোনো লক্ষণ তো নেই-ই, রমজানের শুরুতে দাম আরো বাড়তে পারে বলে জানিয়েছেন বিক্রেতারা।

বাংলাদেশের স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ দেখতে চায় চীন : বিএনপি
চীন আগের মতোই বাংলাদেশের স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ দেখতে চায় যাতে গণতন্ত্র ও উন্নয়ন অবকাঠোমো অর্থবহ হয়ে উঠে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। সোমবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠক শেষে চীনা কমিউনিস্ট পার্টির সদস্যদের বরাত দিয়ে গণমাধ্যম কর্মীদের তিনি এ কথা জানান।

প্রধানমন্ত্রীর নির্দেশে মেডিকেল অ্যাক্রেডিটেশন আইন হচ্ছে!
প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশের বেসরকারি চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের গুণগত মানোন্নয়নের লক্ষ্যে ‘বাংলাদেশ মেডিকেল অ্যাক্রেডিটেশন আইন-২০১৫’ প্রণীত হচ্ছে। এ আইনের আওতায় চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য বিশেষজ্ঞদের সমন্বয়ে মেডিকেল অ্যাক্রেডিটেশন কাউন্সিল গঠিত হবে।

আদালতের রুল : মেধাতালিকায় ভর্তি কেন বাতিল নয়
ভর্তি পরীক্ষা ছাড়া মেধাতালিকার ভিত্তিতে একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা কেন বাতিল করা হবে না, জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। একই সঙ্গে ৪ সপ্তাহের মধ্যে বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

এক কিলো দূরত্বে বেগুনের আগুন চারগুণ!
রাজধানীর শ্যামবাজার থেকে ঠাটারী বাজারের দূরত্ব দেড় থেকে দুই কিলোমিটার হবে। এ দূরত্বে রমজানের বিশেষ সবজি বেগুনের দাম বেড়েছে চারগুণ। কাঁচার ঝালও দ্বিগুণ। পেঁয়াজ, শশা, লেবুসহ অন্যান্য রমজানের পণ্যের দামও বাড়ছে দেড় থেকে দুইগুণ। রাজধানীর পাইকারি শ্যামবাজার, মৌলভীবাজার ও চকবাজার এবং খুচরা ঠাটারী বাজার খিলগাঁও ও মুগদা বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বিএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।