ময়মনসিংহে অটোরিকশা ও মাহেন্দ্রর সংঘর্ষে নিহত ৭
ময়মনসিংহের মুক্তাগাছার মিমুরিয়া নামক স্থানে সিএনজি অটোরিকশা ও মাহেন্দ্রর মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের চার জনসহ সাতজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো চারজন। এদের মধ্যে দু`জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মুক্তাগাছা উপজেলার পাইকরা গ্রামের মৃত আমজাদ আলীর স্ত্রী নবিরন বেগম (৬০), তার ছেলে মন্টু (৩৫), সালাম (৩২) ও মন্টুর চাচা জয়নাল আবেদীন (৬২) এবং কালিবাড়ি এলাকার মো. কাসেম (৬০), তুফান মিয়া (৭০) ও ইকবাল (৪৫)। নিহতরা সকলেই সিএনজি অটোরিকশার যাত্রী।
মুক্তাগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন জানান, ময়মনসিংহ-টাঙ্গাইল সড়কের মুক্তাগাছা উপজেলার কালিবাড়ি বাজার থেকে ছেড়ে আসা যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশাটি বেলা ১১টার দিকে ল্যাংরার বাজার মিমুরিয়া নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মাছ ভর্তি একটি পিকআপভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
ঘটনাস্থলেই পাইকরা গ্রামের নবিরন বেগম, তার ছেলে সালাম, মন্টু ও মন্টুর চাচা জয়নাল মারা যান। মুক্তাগাছা হাসপাতালে মারা যান কালিবাড়ির মো. কাশেম ও তুফান মিয়া নামে আরো দু`জন। গুরুতর আহত ইকবাল, লুৎফর ও মনোয়ারাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দুপুর ২টার দিকে ইকবাল মারা যান।
হাসপাতালে চিকিৎসাধীন লুৎফর জানায়, সিএনজি অটোরিকশাটি দ্রুত বেগে চলছিল এবং বিপরীত দিক থেকে আসা একটি মাছ ভর্তি পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষের আগেই সবাই চিৎকার শুরু করে। এরপর আর কিছু জানেন না তিনি।
এ বিষয়ে ওসি কামাল উদ্দিন জানান, গাড়ি দু`টিই বেপরোয়া গতিতে চালছিলো। খামখেয়ালী ও অসচেতনতার কারণে চালক দু`জনই নিয়ন্ত্রণ রাখতে পারেনি। ফলে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটেছে।
এদিকে, একই পরিবারের চারজনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিবারে বইছে শোকের মাতম।
আতাউল করিম খোকন/এমজেড/এমএস/এসআরজে/এআরএ/আরআই