বাংলাদেশের স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ দেখতে চায় চীন : বিএনপি


প্রকাশিত: ০৩:০৭ পিএম, ১৫ জুন ২০১৫

চীন আগের মতোই বাংলাদেশের স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ দেখতে চায় যাতে গণতন্ত্র ও উন্নয়ন অবকাঠোমো অর্থবহ হয়ে উঠে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। সোমবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠক শেষে চীনা কমিউনিস্ট পার্টির সদস্যদের বরাত দিয়ে গণমাধ্যম কর্মীদের তিনি এ কথা জানান।

এর আগে সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানী গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ‘ফিরোজা’য় খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেন বাংলাদেশে সফরত চীনা কমিউনিস্ট পার্টির ছয় সদস্যের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল।

চীনা ক্ষমতাশীন দলের ভাইস প্রেসিডেন্ট গো ইয়ে জো প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। তাদের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূতও উপস্থিত রয়েছেন।

মঈন খান আরো বলেন, বিএনপি ও চীনের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে। এটা দুই দেশের ভৌগোলিক সীমারেখার বন্ধন। চীন আগের মতোই বাংলাদেশের স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ দেখতে চায় যাতে গণতন্ত্র ও উন্নয়ন অবকাঠামো অর্থবহ হয়ে উঠে।

মঈন খান চীনা কমিউনিস্ট পার্টির সদস্যদের বরাত দিয়ে বলেন, আধুনিক চীন ও বাংলাদেশের সম্পর্ক ১৯৭৫ সালে জিয়াউর রহমানের আমলে গড়ে উঠেছিল। সেই পরিক্ষীত সম্পর্ক আরো এগিয়ে নেয়ার বিষয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা হয়েছে।

এ সময় বৈঠকে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, সাবেক সেনা প্রধান ও দলটির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান ও চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ প্রমুখ।

এমএম/আরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।