কেন্দ্রীয় কারাগারে মুজাহিদ
মহান মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদের আপিলের চূড়ান্ত রায় ঘোষণা করা হবে মঙ্গলবার। এ উপলক্ষ্যে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিয়ে আসা হয়েছে।
সোমবার দুপুরে মুজাহিদকে সেখানে নিয়ে আসা হয়। ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ফরমান আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মুজাহিদের রায় ঘোষণাকে কেন্দ্র করে তাকে কেন্দ্রীয় কারাগারে নিয়ে আসা হয়।
এদিকে, তার রায় ঘোষণাকে কেন্দ্র করে রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে। কেউ যাতে নাশকতামূলক কর্মকাণ্ড না ঘটাতে পারে সেদিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বিশেষ করে জামায়াত অধ্যুষিত মগবাজার, পল্টন, খিলগাঁও, মিরপুর, যাত্রাবাড়ি ও ধানমন্ডিসহ বেশ কয়েকটি এলাকায় কঠোর গোয়েন্দা নজরদারি করেছে পুলিশ।
জেইউ/বিএ