২ জুলাই : এক নজরে সারাদিনের খবর


প্রকাশিত: ০৩:৫৮ পিএম, ০২ জুলাই ২০১৫

জ্বালাও পোড়াও সত্ত্বেও দেশ এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি-জামাত ছোট আন্দোলনের নামে জ্বালাও-পোড়াও করে মানুষ মেরেছেন। তারা দেশকে পিছিয়ে দিতে চেয়েছিল।

রাজধানীর নিউমার্কেটে হকার-পুলিশ-শিক্ষার্থী ত্রিমুখী সংঘর্ষ
রাজধানীর নিউমার্কেট এলাকায় ফুটপাতের হকার-পুলিশ ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ চলছে। বৃহস্পতিবার রাত ৯টা সময় এ সংঘর্ষ বাধে।

১৫ দশমিক ৩ বিলিয়ন ডলারের রেকর্ড রেমিটেন্স
বিদায়ী ২০১৪-১৫ অর্থবছরে প্রবাসীরা এক হাজার ৫৩০ কোটি (১৫ দশমিক ৩০ বিলিয়ন) ডলারের রেমিটেন্স দেশে পাঠিয়েছেন, যা অতীতের যে কোনো বছরের চেয়ে বেশি।

মধ্যম আয়ের হলেও স্বল্পোন্নতের সুবিধা অব্যাহত থাকবে
বাংলাদেশ নিম্ন মধ্যম আয়ের দেশে উন্নীত হলেও স্বল্পোন্নত দেশ হিসেবে যে সব সুবিধা পেয়ে আসছে সেগুলো অব্যাহত থাকবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

ছাত্রীদের আন্দোলনে ঢাবির দুই শিক্ষিকার পদত্যাগ
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) দিবসে হলে নিম্নমানের খাবার পরিবেশনে ছাত্রীদের আন্দোলনের মুখে রোকেয়া হলের দুই আবাসিক শিক্ষিকা পদত্যাগ করেছেন।

ইস্কাটনে জোড়া খুন : রিমান্ড শেষে কারাগারে এমপিপুত্র রনি
রাজধানীর নিউ ইস্কাটনে জোড়া খুনের ঘটনায় অভিযুক্ত আওয়ামী লীগের সংরক্ষিত আসনের এমপি পিনু খানের ছেলে বখতিয়ার আলম রনিকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছে ঢাকা সিএমএম আদালত।

দুর্নীতি না হলে মধ্যম আয়ের দেশে পরিণত হত : বিএনপি
সরকারের মন্ত্রী এমপিরা দুর্নীতি না করলে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হত বলে জানিয়েছে জাতীয়তাবাদি দল বিএনপি।

কোকেন আমদানি : আটক ৩ ব্যক্তি গোয়েন্দা হেফাজতে
কোকেন আমদানির ঘটনায় আটক তিনজনকে চট্টগ্রাম গোয়েন্দা পুলিশের হেফাজতে নেয়া হয়েছে।

দ্বিতীয় মেধা তালিকা নির্ভুল হবে : বোর্ড চেয়ারম্যান
একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় মেধা তালিকা নির্ভুলভাবে প্রকাশের সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা বোর্ড চেয়ারম্যান অধ্যাপক আবু বক্কর ছিদ্দিক।

ভুটানের সঙ্গে পানি বিদ্যুৎ প্রকল্প স্থাপনে আগ্রহী প্রধানমন্ত্রী
ভুটানের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে পানি বিদ্যুৎ প্রকল্প স্থাপনের আগ্রহ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ দু’দেশের এবং এ অঞ্চলের অন্যান্য দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা মেটাতে এ উদ্যোগের কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

১০ জুলাইয়ের মধ্যে শ্রমিকদের বেতন পরিশোধের নির্দেশ
গার্মেন্টসহ সকল কারখানায় কর্মরত শ্রমিকদের ১০ জুলাই (শুক্রবার) মধ্যে জুন মাসের বেতন ও ১৪ জুলাই (মঙ্গলবার)-এর মধ্যে ঈদুল ফিতর উপলক্ষে উৎসবভাতা পরিশোধের নির্দেশ দিয়েছে সরকার।

একে/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।