৩ সেপ্টেম্বর ২০১৫ : একনজরে সারাদিনের খবর


প্রকাশিত: ০৭:১০ পিএম, ০৩ সেপ্টেম্বর ২০১৫

মাথাপিছু ঋণ ১৩ হাজার ১৬০ টাকা : অর্থমন্ত্রী
বাংলাদেশের জনগণের মাথাপিছু ঋণ ১৩ হাজার ১৬০ টাকা বা  ১৬৯ মার্কিন ডলার বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

চলতি মাসেই মন্ত্রিপরিষদে উঠছে নতুন বেতন কাঠামো
সচিব কমিটির প্রতিবেদনের সুপারিশের আলোকে নুতন বেতন কাঠামো চলতি মাসে মন্ত্রিপরিষদ সভায় উত্থাপনের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান। বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সেলিম উদ্দিনের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রীর পক্ষে প্রতিমন্ত্রী এ তথ্য তুলে ধরেন।  

এবার রাবিশ বলে অনুষ্ঠানস্থল ত্যাগ করলেন মুহিত
ঘড়ির কাঁটা ৫টা ছুই ছুই। এমন সময়ে অনুষ্ঠানস্থলে পৌঁছান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। মন্ত্রী যেতেই শুরু হয় তাড়াহুড়ো, মঞ্চে উঠার দৌড়ঝাঁপ। এমতাবস্থায় ভেঙে পড়ে মঞ্চ। আর তখনই রেগে যান অর্থমন্ত্রী। `রাবিশ` বলে ধমক দিয়ে বক্তব্য না দিয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন তিনি। পরে সন্ধ্যা সাড়ে ৬টায় অর্থমন্ত্রী আবারো সম্মেলনে যোগ দিয়ে বক্তব্য রাখেন।

জিএসপি ফিরে পেতে আর বাধা নেই
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, জিএসপি ফিরে পেতে মার্কিন যুক্তরাষ্ট্রের দেওয়া ১৬ শর্ত পূরণ হয়েছে। এখন জিএসপি ফিরে পেতে আর কোনো বাধা নেই।

ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৫ সেপ্টেম্বর
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে ১৫ সেপ্টেম্বর থেকে। চলবে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত। এই সময়ের মধ্যে পাওয়া যাবে ২০-২৪ সেপ্টেম্বরের টিকিট। বৃহস্পতিবার রেলভবনে ঈদ প্রস্তুতি নিয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী মুজিবুল হক এ কথা জানান।

কাজী জাফরের কুলখানি শুক্রবার
জাতীয় পার্টির চেয়ারম্যান, সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত কাজী জাফর আহমদের কুলখানি শুক্রবার কুমিল্লার দুই স্থানে অনুষ্ঠিত হবে। জেলার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া কাজী বাড়িতে এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক সাবেক এমপি আলহাজ্ব মনিরুল হক চৌধুরীর উদ্যোগে জেলার সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী এলাকায় বিকাল ৪টায়।

বাগেরহাটে ছুরিকাঘাতে যুবলীগ নেতা নিহত
বাগেরহাটের বাসাবাটি সার্বজনীন মন্দির এলাকায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে বাগেরহাট পৌর ওর্য়াড যুবলীগের সাংগঠনিক সম্পাদক সোহাগ শেখ (২২) নিহত হয়েছেন। খুলনা মেডিকেলে হাসপাতালে নেয়ার পথে বুধবার রাত ১০টার দিকে তিনি মারা যান।

লতিফ সিদ্দিকীর আসন শূন্য ঘোষণা
অবশেষে আওয়ামী লীগের সাবেক নেতা দশম জাতীয় সংসদের নির্বাচিত এমপি আব্দুল লতিফ সিদ্দিকীর সংসদীয় আসন শূন্য ঘোষণা করেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী

ছবিটি বিপন্ন মানবতার মুখ থুবড়ে পড়ার প্রতীক
শিশুটির বয়স তিন বছর। নাম আয়লান কুর্দি। সিরিয়ার নাগরিক। উজ্জ্বল লাল রংয়ের একটি টি-শার্ট ও নীল রংয়ের হাফ প্যান্ট পরে সাগরের তীরে শুয়ে আছে বুকে ভর দিয়ে উপর হয়ে। তুরস্কের এক পুলিশ কর্মকর্তা শিশুটিকে উদ্ধার করছেন।

আরাফাতের মৃত্যুর তদন্ত করবে না ফ্রান্স
ফিলিস্তিনি নেতা ইয়াসির আরাফাতকে হত্যা করা হয়েছে এমন সন্দেহে চলমান তদন্ত কার্যক্রম বন্ধ করে দিয়েছে ফ্রান্সের বিচারকরা। আরাফাতকে তেজস্ক্রিয় পদার্থ দিয়ে বিষ প্রয়োগে হত্যার অভিযোগ এনেছিলেন তার স্ত্রী সুহা। এর আগে সুইজারল্যান্ডের করা একটি পরীক্ষায় ওই অভিযোগের সমর্থন পাওয়া যায়। খবর বিবিসির।

শতাধিক আরোহী নিয়ে মালয়েশিয়ায় নৌকাডুবি
মালয়েশিয়ার পশ্চিমাঞ্চলের উপকূলে মালাক্কা প্রণালির কাছে শতাধিক আরোহী নিয়ে নৌকাডুবির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার মালয়েশিয়ার সমুদ্র বিষয়ক কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। খবর- টাইমস অব ইন্ডিয়ার।

অবশেষে লাশ হয়ে ফিরলো তাহমিনা
ঢাকায় আইনজীবীর বাসায় গৃহকর্মীর কাজ করতে গিয়ে লাশ হয়ে ফিরলো কিশোরগঞ্জের তাহমিনা (১৪)। নির্যাতনের পর হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছে মেয়েটির পরিবার। প্রিয় সন্তানের অকাল মৃত্যুতে পরিবারে এখন চলছে কান্নার রোল।

শিকল দিয়ে বেঁধে স্কুলছাত্রী ধর্ষণ
পিরোজপুরের নাজিরপুরে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে শিকল দিয়ে বেঁধে ৩ দিন আটকে রেখে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার সকালে ওই ছাত্রীর বাবা বাদি হয়ে মামলা দায়ের করেন।

কৃষকের ঈদ আনন্দ আফ্রিকার উগান্ডায়
ঈদে চ্যানেল আইয়ের জনপ্রিয় অনুষ্ঠান ‘কৃষকের ঈদ আনন্দ’। প্রথমবারের মতো এই অনুষ্ঠানের দৃশ্যধারণ করা হলো দেশের বাইরে। বিচিত্র মানুষ, বিচিত্র জীবনধারাকে গুরুত্ব দিয়ে পূর্ব আফ্রিকার নাতিশীতোষ্ণ জলবায়ুর দেশ উগান্ডার কৃষক-কৃষাণিরা অংশ নিয়েছেন কয়েকটি মজার প্রতিযোগিতায়।

অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশের অসহায় আত্মসমর্পণ
দীর্ঘ দিন পর শীর্ষ মানের একটি দলের বিপক্ষে খেলে নিজেদের অবস্থানটা বুঝে নেওয়ার দারুণ একটা সুযোগ এসেছিল মামুনুল ইসলামের দলের সামনে। তবে এ যাত্রায় তারা পুরোপুরি ব্যর্থ।

বিপিএলের টাকা পাচ্ছেন ক্রিকেটাররা
দুই আসরের বকেয়া পাওনা হাতে নিয়েই বিপিএলের তৃতীয় আসর খেলতে নামবেন সাকিব-তামিম-মাশরাফি-মুশফিকরা। রোববার অথবা সোমবার ক্রিকেটারদের বকেয়া পাওনা মিটিয়ে দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এসকেডি/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।