আরাফাতের মৃত্যুর তদন্ত করবে না ফ্রান্স
ফিলিস্তিনি নেতা ইয়াসির আরাফাতকে হত্যা করা হয়েছে এমন সন্দেহে চলমান তদন্ত কার্যক্রম বন্ধ করে দিয়েছে ফ্রান্সের বিচারকরা। আরাফাতকে তেজস্ক্রিয় পদার্থ দিয়ে বিষ প্রয়োগে হত্যার অভিযোগ এনেছিলেন তার স্ত্রী সুহা। এর আগে সুইজারল্যান্ডের করা একটি পরীক্ষায় ওই অভিযোগের সমর্থন পাওয়া যায়। খবর বিবিসির।
তবে বিচারকরা জানান, আরাফাতকে বিষ প্রয়োগে হত্যার অভিযোগের বিষয়ে কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়নি। এজন্যই তদন্ত কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে।
২০০৪ সালের ৮ নভেম্বর প্যারিসের কাছে পার্সি সেনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইয়াসির আরাফাত। তবে সে সময় তার স্ত্রী কোন অভিযোগ না আনায় তার পোস্ট মর্টেম করা হয়নি।
২০১২ সালে আল-জাজিরা টেলিভিশনের একটি অনুসন্ধানে জানা যায়, সুইজারল্যান্ডের গবেষণায় আরাফাতের লিভারে পোলনিয়াম-২১০ এর অস্বাভাবিক অস্তিত্ব পাওয়া যায়। এরপরেই সুহা আরাফাত তাঁর স্বামীর মৃতদেহ পরীক্ষার দাবি জানান।
রামাল্লায় ইয়াসির আরাফাতের কবর থেকে নমুনা সংগ্রহ করে ফ্রান্স, সুইজারল্যান্ড আর রাশিয়ার তদন্তকারীরা। এর আগেই ফ্রান্সের একজন আইনজীবী জানান, পোলনিয়ামের ওই অস্তিত্ব প্রাকৃতিক কারণেই ঘটেছে।
তবে ফিলিস্তিনি দলের প্রধান তৌফিক তিরায়ি বলেছেন, আরাফাতের হত্যাকারীকে না পাওয়া পর্যন্ত তারা তাদের অনুসন্ধান চালিয়ে যাবেন।
এসআইএস/পিআর