ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৫ সেপ্টেম্বর
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে ১৫ সেপ্টেম্বর থেকে। চলবে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত। এই সময়ের মধ্যে পাওয়া যাবে ২০-২৪ সেপ্টেম্বরের টিকিট।
বৃহস্পতিবার রেলভবনে ঈদ প্রস্তুতি নিয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী মুজিবুল হক এ কথা জানান।
তিনি বলেন, এবার যাত্রীরা পাঁচ দিনের আগাম টিকেট কিনতে পারবেন। ১৫ সেপ্টেম্বর পাওয়া যাবে ২০ সেপ্টেম্বরের ট্রেনের টিকেট; ১৬ সেপ্টেম্বর বিক্রি হবে ২১ সেপ্টেম্বরের টিকেট।
একইভাবে ১৭, ১৮ ও ১৯ সেপ্টেম্বর যথাক্রমে ২২, ২৩ ও ২৪ সেপ্টেম্বরের টিকেট বিক্রি করবে রেল কর্তৃপক্ষ।
ঈদের পর রাজশাহী, খুলনা, দিনাজপুর ও লালমনিরহাট স্টেশন থেকেও ফিরতি যাত্রার অগ্রিম টিকেট পাওয়া যাবে।
২৩, ২৪, ২৫, ২৬ ও ২৭ সেপ্টেম্বর পাওয়া যাবে যথাক্রমে ২৭, ২৮, ২৯, ৩০ সেপ্টেম্বর ও ১ অক্টোবরের টিকেট।
‘প্রতিবারের মত এবারো প্রতিদিন সকাল ৯টা থেকে অগ্রিম টিকেট বিক্রি শুরু হবে। একজন সর্বোচ্চ চারটি টিকেট কিনতে পারবেন। বিক্রি করা আগাম টিকেট ফেরত নেওয়া হবে না’-যোগ করেন মন্ত্রী।
একে/এআরএস/পিআর