এবার রাবিশ বলে অনুষ্ঠানস্থল ত্যাগ করলেন মুহিত


প্রকাশিত: ০২:৪৬ পিএম, ০৩ সেপ্টেম্বর ২০১৫

ঘড়ির কাঁটা ৫টা ছুই ছুই। এমন সময়ে অনুষ্ঠানস্থলে পৌঁছান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। মন্ত্রী যেতেই শুরু হয় তাড়াহুড়ো, মঞ্চে উঠার দৌড়ঝাঁপ। এমতাবস্থায় ভেঙে পড়ে মঞ্চ। আর তখনই রেগে যান অর্থমন্ত্রী। `রাবিশ` বলে ধমক দিয়ে বক্তব্য না দিয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন তিনি। পরে সন্ধ্যা সাড়ে ৬টায় অর্থমন্ত্রী আবারো সম্মেলনে যোগ দিয়ে বক্তব্য রাখেন।

বৃহস্পতিবার নগরীর রেজিস্টারি মাঠে সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে এ অনাকাঙ্খিত ঘটনা ঘটে।

Abul Mal Muhit

জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুব্রত পুরকায়স্থের সভাপতিত্বে শুরু হওয়া সম্মেলনে টেবিল ভেঙে পড়ার সময় বক্তব্য রাখছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

হঠাৎ টেবিল ভেঙে পড়া ও রাগ করে অর্থমন্ত্রীর চলে যাওয়ায় বিব্রতকর অবস্থার মুখোমুখি হন আয়োজকরা। ঘটনার আকস্মিকতায় অতিথিরাও কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েন।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন নেতাকর্মী জানান, কে কাকে ঠেলে দিয়ে আগে মঞ্চে উঠে অতিথিদের পেছনে দাঁড়াবেন, সে প্রতিযোগিতায় মেতে ছিলেন অনেকে। সে সময় অর্থমন্ত্রীর পেছনে ফটোসেশন করতে গিয়ে অনেকে অহেতুক মঞ্চে উঠার প্রতিযোগিতায় মেতেছিলেন।

Abul Mal

অবশ্য কিছুক্ষণ পর অর্থমন্ত্রীকে ছাড়াই আবার শুরু হয় সম্মেলন। পরে সন্ধ্যা সাড়ে ৬টায় অর্থমন্ত্রী আবারো সম্মেলনে যোগ দিয়ে বক্তব্য রাখেন।

প্রায় এক যুগ পর বৃহস্পতিবার সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এতে প্রধান অতিথি হলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

ছামির মাহমুদ/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।