মার্কিন যুক্তরাষ্ট্র সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরা না পর্যন্ত সকল সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি কার্যক্রম প্রতিহতের ঘোষণা দিয়েছে `প্রশ্নবিদ্ধ` ভর্তি পরীক্ষায় সুযোগ বঞ্চিত পরীক্ষার্থীরা। স্বাস্থ্য অধিদফতরের পূর্ব ঘোষণা অনুযায়ী মঙ্গলবার থেকে চলতি বছরের এমবিবিএস কোর্সে সুযোগপ্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া শুরু হবে। সাধারণ শিক্ষার্থীরা জানিয়েছে, ভর্তি প্রক্রিয়া প্রতিহত করার ব্যাপারে সংহতি জানিয়ে তাদের সর্বাত্মক সহায়তা করবে বিভিন্ন সরকারি মেডিকেল কলেজে অধ্যয়নরত সরকারি দলের সমর্থক বিভিন্ন বর্ষের শিক্ষার্থী ও নেতাকর্মীরা। ইতিমধ্যেই ভর্তি প্রতিহত করার ব্যাপারে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা, সোহরাওয়ার্দী, সলিমুল্লাহ, রাজশাহী, বরিশাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজের সরকারি দলের সমর্থক নেতাকর্মীদের যোগাযোগ হয়েছে। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শেষ বর্ষের শিক্ষার্থী মসিউর রহমান (যিনি মেডিকেল কলেজে সরকার দলীয় রাজনীতির সঙ্গে জড়িত) আজ কেন্দ্রীয় শহীদ মিনারে জাগো নিউজের সঙ্গে আলাপাকালে মঙ্গলবারের ভর্তি প্রক্রিয়া প্রতিহত করার ব্যাপারে শিক্ষার্থীদের সার্বিক সহায়তা প্রদান করার তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, সরকার দলীয় রাজনীতির মঙ্গে সম্পৃক্ত আছে কি নেই সেটা বড় কথা নয়, গত শুক্রবার অনুষ্ঠিত ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হয়েছে এ ব্যাপারে সন্দেহ নেই। তাই মানবিক দৃষ্টিকোণ থেকেই সাধারণ শিক্ষার্থীদের সংহতি প্রকাশ করে পাশে দাঁড়িয়েছেন তিনি। তিনি আরো বলেন, ইতিপূর্বে কখনই পিডিএফ ফরমেটে প্রশ্নপত্র বাইরে পাওয়া যায়নি। কিভাবে পিডিএফ ফরমেটে প্রশ্নপত্র বাইরে আসলো। এছাড়া পরীক্ষার দুই ঘণ্টা আগেই (সকাল ৭:৫২ মিনিট) কিভাবে হোয়াটস আপ অ্যাপলিকেশনের মাধ্যমে প্রশ্নপত্র বাইরে এলো। হঠাৎ করে ওয়েবসাইট থেকে ফলাফল উধাও হয়ে গেলো কেন ইত্যাদি নানা প্রশ্নের সঠিক উত্তর জানতেই তারা বিভিন্ন সরকারি মেডিকেল কলেজে মঙ্গলবার ভর্তি কার্যক্রম প্রতিহত করার সিদ্ধান্ত নিয়েছেন। প্রধানমন্ত্রী দেশে না ফেরা পর্যন্ত তারা ভর্তি কার্যক্রম বন্ধ রাখা হবে বলে জানান তিনি।পূর্ব ঘোষণা অনুযায়ী পরীক্ষায় সুযোগ বঞ্চিত পরীক্ষার্থীরা আজ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে। তবে তারা সংখ্যায় ছিল অনেক কম। সাধারণ শিক্ষার্থীরা জানিয়েছে, সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় পরীক্ষার তারিখ ও ঈদের ছুটি থাকায় উপস্থিতি কম। রাজধানীর মাইলস্টোন কলেজ থেকে জিপিএ-৫ প্রাপ্ত রিফাত হোসেনের মা জোসনা বেগম জানান, পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হওয়ার কারণে তার সন্তান ৭৫ নম্বর পেয়েও সুযোগ পাননি।মাকসুদা নুজাত (রোল ৪০২১৪৫) নামে এক শিক্ষার্থীর স্বামী জানান, একটি অনলাইনে পরীক্ষার প্রশ্নপত্র দেখে তার স্ত্রী উত্তর মিলিয়ে দেখে ভর্তি পরীক্ষায় কমপক্ষে ৭৬ দশমিক ৪৫ পাওয়ার আশা করেছিলেন। কিন্তু পেয়েছেন ৬০ নম্বর। তিনি আরো বলেন, স্বাস্থ্য অধিদফতরের ওয়েবসাইট থেকে কেন ফলাফল উধাও করা হয়েছে। এদিকে, সোমবার সাধারণ শিক্ষার্থীরা সংবাদ সম্মেলন করে ভর্তি কার্যক্রম প্রতিহত করার আনুষ্ঠানিক ঘোষণা দিবেন বলে জানা গেছে।# মেডিকেলে ভর্তির ফল প্রকাশ# যেভাবে জানা যাবে মেডিকেলে ভর্তির ফল# মেডিকেল ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট# মেডিকেলে ভর্তি : ফুরফুরে প্রাইভেট কর্তৃপক্ষ# মেডিকেলে ভর্তি পরীক্ষায় পাসের হার ৫৮ দশমিক ৪ শতাংশ# মেডিকেলে ভর্তি পরীক্ষা পুনরায় নেওয়ার আহ্বান# সহজ প্রশ্নে সবার মুখে হাসি# ৪৮ ঘণ্টার মধ্যেই মেডিকেল ভর্তি পরীক্ষার ফল# বরিশালে ১০ লাখ টাকায় মেডিকেলের প্রশ্নপত্র!# মেডিকেলের প্রশ্ন ফাঁসে অত্যাধুনিক ডিভাইসএমইউ/এআরএ/আরআইপি
Advertisement