যেভাবে জানা যাবে মেডিকেলে ভর্তির ফল


প্রকাশিত: ০৬:১২ এএম, ২০ সেপ্টেম্বর ২০১৫

২০১৫-১৬ শিক্ষাবর্ষের মেডিকেল কলেজের এমবিবিএস ও বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষায় পাস করেছে শতকরা ৫৮ দশমিক ৪ ভাগ শিক্ষার্থী। স্বাস্থ্য অধিদফতরের একাধিক দায়িত্বশীল সূত্র জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ইতিমধ্যে মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে এমবিবিএস ও বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষার ফল হাতে পেতে শুরু করেছেন শিক্ষার্থীরা। ভর্তি ফরম পূরণের সময় পরীক্ষার্থীদের যে মোবাইল নম্বর নেয়া হয়েছিল, সেখানেই এসএমএস পাঠানো হচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতরের কর্মকর্তারা। রোববার সকাল থেকে এসএমএসের মাধ্যমে ফলাফল পাঠানো শুরু হয়েছে।

এছাড়া স্বাস্থ্য অধিদফতরের ওয়েবসাইট (www.dghs.gov.bd) থেকেও ফলাফল জেনে নিতে পারবেন পরীক্ষার্থীরা।

এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।