২৩ জুন : এক নজরে সারাদিনের খবর
৩৯ কূটনীতিকের সঙ্গে ইফতার করলেন খালেদা
৩৯ জন কূটনীতিকের সঙ্গে ইফতার করলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ডান পাশে ফিলিস্তিনের রাষ্ট্রদূত শাহের মোহাম্মাদ ও বাম পাশে আমেরিকার রাষ্ট্রদূত মিস মার্সিয়া স্টিফেনস ব্লম বার্নিকাটসহ একই টেবিলে আরো দশজন কূটনীতিককে নিয়ে ইফতার করলেন তিনি।
নজরদারিতে আসছেন সরকারি কর্মকর্তারা : পলক
আইপি ফোনের মাধ্যমে সরকারি কর্মকর্তাদের নজরদারিতে আনা হবে বলে জানিয়েছেন তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
ঈদে বাড়তি ভাড়া আদায় রোধে ভিজিলেন্স টিম
ঈদে ঘরমুখো ও ঢাকা ফেরত মানুষের কাছ থেকে কোনো সিন্ডিকেট যেন সরকার নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায় বা দাবি করতে না পারে সে জন্য ঢাকা মহানগরীর সায়েদাবাদ, মহাখালী ও গাবতলী বাস টার্মিনালের জন্য পৃথক তিনটি ভিজিলেন্স টিম গঠন করা হচ্ছে।
প্রতিষ্ঠাবার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
আওয়ামী লীগের ৬৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধানমন্ডিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।
সরকারের সদিচ্ছার অভাবে ফখরুলের জামিন বিলম্ব হচ্ছে
বিএনপির মুখপাত্র ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, মির্জা ফখরুলের মুক্তি পাওয়ার ক্ষেত্রে কোন বাধা ছিল না।
আ. লীগের জন্ম না হলে পাকিস্তানের দাসত্বে থাকতাম : তোফায়েল
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, আওয়ামী লীগ ও জাতির পিতার জন্ম না হলে আজ আমরা পাকিস্তানের দাসত্বে থাকতাম।
জামিন পেলেন লতিফ সিদ্দিকী
সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে জামিন দিয়েছেন হাইকোর্ট। পবিত্র হজ নিয়ে কটূক্তি করে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে দায়েরকৃত ১০ মামলায় হাইকোর্ট তাকে এ জামিন দেন।
তিন রাজাকারের রায় যেকোনো দিন
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় বাগেরহাটের তিন রাজাকার শেখ সিরাজুল হক ওরফে সিরাজ মাস্টার, আব্দুল লতিফ তালুকদার এবং খান আকরাম হোসেনের রায় যেকোনো দিন ঘোষণার জন্য অপেক্ষমাণ (সিএভি) রেখেছেন ট্রাইব্যুনাল-১।
বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তির মামলায় ফখরুলের জামিন
বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করার অভিযোগে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে দায়ের করা মানহানি মামলায় জামিন দিয়েছেন আদালত।
নতুন ৩টি রেকর্ডের সামনে মুস্তাফিজ
অভিষেকের পর দ্বিতীয় মাচেও ছয় উইকেট নিয়ে ইতিহাসের পাতায় নিজের নাম লিখিয়েছেন মুস্তাফিজুর রাহমান। স্বাভাবিকভাবেই তৃতীয় ওয়ানডের আগে তাকে নিয়েই সব আলোচনা।
একে/আরআই