বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তির মামলায় ফখরুলের জামিন
বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করার অভিযোগে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে দায়ের করা মানহানি মামলায় জামিন দিয়েছেন আদালত। মঙ্গলার সকালে ঢাকা মহানগর হাকিম আতাউল হক শুনানি শেষে এই আদেশ দেন।
প্রসঙ্গত, ২০১৪ সালের ৫ সেপ্টেম্বর একটি অনুষ্ঠানে বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করায় গত ৮ সেপ্টেম্বর জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী একটি মামলা দায়ের করেন।
পরে ২০ জানুয়ারি ঢাকা মহানগর হাকিম আনোয়ার সাদাত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। মির্জা ফখরুলের আইনজীবীদের জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত মঙ্গলবার জামিন মঞ্জুর করেন।
এসকেডি/আরআই