নতুন ৩টি রেকর্ডের সামনে মুস্তাফিজ


প্রকাশিত: ১১:০৩ এএম, ২৩ জুন ২০১৫

অভিষেকের পর দ্বিতীয় মাচেও ছয় উইকেট নিয়ে ইতিহাসের পাতায় নিজের নাম লিখিয়েছেন মুস্তাফিজুর রাহমান। স্বাভাবিকভাবেই তৃতীয় ওয়ানডের আগে তাকে নিয়েই সব আলোচনা। আর বুধবার বাংলাদেশ-ভারত তৃতীয় ওয়ানডেতে মুস্তাফিজের সামনে ৩টি রেকর্ডের হাতছানি দিচ্ছে।

রেকর্ড তিনটি হল :

১. ২০১০ সালে পাকিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে ১৩ উইকেট নিয়েছিলেন অস্ট্রেলিয়ার রায়ান হ্যারিস। ৩ ম্যাচের সিরিজে এটিই সর্বোচ্চ উইকেটের রেকর্ড। এই রেকর্ড ভেঙে ফেলতে মুস্তাফিজের দরকার মাত্র ৩টি উইকেট।

২. ওয়ানডেতে টানা তিন ম্যাচে ৫ উইকেট সংগ্রহকারী একমাত্র বোলার হচ্ছেন পাকিস্তানের ওয়াকার ইউনিস। আবারো ৫ উইকেট শিকার করতে পারলে ওয়াকারের সাথে এই রেকর্ডে ভাগ বসাতে পারবেন মুস্তাফিজ।

৩. ক্যারিয়ারের প্রথম ৩ ম্যাচে সর্বোচ্চ ১১ উইকেটের মালিক জিম্বাবুয়ের ব্রায়ান ভিটোরি। মুস্তাফিজ ২ ম্যাচেই ১১টি পেয়ে গেছেন। অর্থাত আর যদি ১টি উইকেট পান তাহলে তিনি টপকে যাবেন ভিটোরিকে।

এমআর/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।