জামিন পেলেন লতিফ সিদ্দিকী


প্রকাশিত: ০৯:০৩ এএম, ২৩ জুন ২০১৫

সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে  জামিন দিয়েছেন হাইকোর্ট। পবিত্র হজ নিয়ে কটূক্তি করে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে দায়েরকৃত ১০ মামলায় হাইকোর্ট তাকে এ জামিন দেন। একই অভিযোগে আরো সাত মামলায় আগেই জামিন পান তিনি।

মঙ্গলবার  বিচারপতি মো. নিজামুল হক ও বিচারপতি মো. ফরিদ আহমদ শিবলীর ডিভিশন বেঞ্চ এই আদেশ দেন। এসময় লতিফ সিদ্দিকীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যের্তিময় বড়ূয়া।

গত বছর ২৯ সেপ্টেমম্বর নিউ ইয়র্কে টাঙ্গাইল সমিতি আয়োজিত এক অনুষ্ঠানে পবিত্র হজ ও তাবলিগ জামাত নিয়ে কটূক্তি করেন তৎকালীন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী লতিফ সিদ্দিকী।এতে  দেশ ও দেশের বাইরে সমালোচনার ঝড় উঠে। বিভিন্ন ইসলামিক সংগঠনগুলো সাবেক এই মন্ত্রী বিচার দাবিতে বিক্ষোভ সমাবেশ ও ঢাকাসহ দেশের বিভিন্ন আদালতে মামলা দায়ের করে।পরে এসব মামলায় তার বিরুদ্ধে পরোয়ানা জারি করে আদালত। এরপর মহাজোট সরকার মন্ত্রিসভা থেকে তাকে অপসারণ করে।

গত ২৩ নভেম্বর রাতে ভারত হয়ে দেশে ফেরেন লতিফ সিদ্দিকী। ২৫ নভেম্বর ধানমন্ডি থানায় আত্মসমর্পণ করেন তিনি। পরে তাকে আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠিয়ে দেন। কিন্তু বিভিন্ন সময়ে তিনি নিম্ন আদালতে জামিন চাইলে তা না-মঞ্জুর করা হয়। পরে ফৌজদারি কার্যবিধির ৫৬১ ধারা মোতাবেক মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন লতিফ সিদ্দিকী। এ আবেদনের প্রেক্ষিতে আদালত তার জামিন মঞ্জুর করেন।

এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।