২৪ মে : একনজরে সারাদিনের খবর


প্রকাশিত: ০৩:৪৮ পিএম, ২৪ মে ২০১৫

যার বিরুদ্ধে অভিযোগ, তার কাছেই প্রতিবেদন!
মুক্তিযুদ্ধে অবদান রাখা বিদেশিদের দেয়া সম্মাননা ক্রেস্টে সোনা কম দেয়ার ঘটনায় সংসদীয় উপ-কমিটির তদন্ত প্রতিবেদন অভিযুক্ত ব্যক্তির কাছেই জমা দেওয়া হয়েছে। এ বিষয়ে কোনো আলোচনা না করে বৈঠক শেষ করেই প্রতিবেদন নিয়ে চলে যান তিনি। ঘটনাটি ঘটেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে।


টাইম স্কেল ও সিলেকশন গ্রেড ফেরত দেবেন প্রধানমন্ত্রী!
সিলেকশন গ্রেড ও টাইম স্কেল ফিরে পেতে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছেন সরকারি কর্মচারীরা। তারা মনে করছেন, বেতন কাঠামো যখন চূড়ান্ত অনুমোদনের জন্য মন্ত্রিসভায় যাবে, প্রধানমন্ত্রী টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল করবেন। কারণ, সিলেকশন গ্রেড ও টাইম স্কেল না থাকলে তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীরা আর্থিক দিক থেকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবেন এটি প্রধানমন্ত্রীর নিশ্চয়ই বিবেচনায় রয়েছে। যেকোনো সময় নতুন বেতন কাঠামো মন্ত্রিসভায় যাবে বলে সূত্র জানিয়েছে।

ঈদের পর ভোটার তালিকা হালনাগাদ : শাহ নেওয়াজ
আসন্ন ঈদুল ফিতরের পর সারাদেশে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ। তিনি বলেন, এ জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেয়া হচ্ছে। রোববার নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

কর্মক্ষেত্রে নিরাপত্তাহীনতায় নারী
কর্মক্ষেত্র ও বিভিন্ন প্রতিষ্ঠানে নিরাপত্তাহীনতায় ভুগছেন নারীরা। বাসা থেকে কর্মক্ষেত্রে যেতে ও আসতে বিভিন্ন ধরনের যৌন হয়রানি, শ্লীনতাহানি ও ইভটিজিংয়ের শিকার হচ্ছেন। এমনকি চিকিৎসার জন্য হাসপাতাল-ক্লিনিকে গিয়েও রেহাই মিলছে না তাদের। এসব কারণে আত্মহত্যা ও হত্যার ঘটনাও বাড়ছে।

সোমবার কুমিল্লা যাচ্ছেন প্রধানমন্ত্রী
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৬তম জন্ম জয়ন্তীর তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করতে সোমবার কুমিল্লায় আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন বিকেলে তিনি কুমিল্লা টাউন হল মাঠে তিন দিনব্যাপী নজরুল জন্মজয়ন্তীর জাতীয় অনুষ্ঠানের উদ্বোধনসহ জেলার বিভিন্নস্থানে আড়াইশ কোটি টাকা ব্যয়ে ১৯টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

নতুন বেতন নির্ধারণে অভিন্ন নীতিমালার দাবি
সিলেকশন গ্রেড স্কেল পরিবর্তন করে বেতন নির্ধারণে অভিন্ন নীতিমালা দাবি জানিয়েছে বাংলাদেশ অডিট পরিষদ। সেই সঙ্গে টাইম স্কেল সুবিধা বহাল রেখে সিলেকশন গ্রেড প্রবর্তন করার দাবিও জানিয়েছে পরিষদ।

প্রণোদোনা পেতে অর্থমন্ত্রীর হস্তক্ষেপ চায় বিজিএপিএমইএ
রফতানি খাত সুরক্ষায় নগদ প্রণোদনা প্যাকেজিং ও এক্সেসরিজ শিল্পে সহায়তা প্রদানে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের হস্তক্ষেপ চেয়েছেন বাংলাদেশ গার্মেন্টস এক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচরার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএপিএমইএ)।

অভিবাসী যাচাইয়ে মিয়ানমার যাওয়া হলোনা বিজিবির
মিয়ানমারে উদ্ধার ২০০ অভিবাসী যাচাই করতে যাওয়া হলোনা বাংলাদেশ প্রতিনিধি দলের। মিয়ানমারের পাঠানো তালিকায় তথ্যগত ভূল থাকায় এ যাত্রা বাতিল হয় বলে উল্লেখ করেছে বিজিবি সূত্র। রোববার সকাল ৯ টায় টেকনাফ স্থল বন্দর জেটি ঘাট দিয়ে মিয়ানমারে যাওয়ার কথা ছিল প্রতিনিধি দলের।

মানবপাচার : জড়িত ও অবৈধ যাত্রী উভয়ের বিরুদ্ধে ব্যবস্থা
যারা মানবপাচারে জড়িত এবং অবৈধভাবে অভিবাসনের চেষ্টাকরীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  রোববার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় পরিদর্শনে এসে কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময়ের প্রধানমন্ত্রী এ কথা বলেন।

মোদির সফরে আলোচনায় সুন্দরবন
জুনে বাংলাদেশ সফরে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদির সফরের জন্য বাংলাদেশ সরকার ও জনগণ অধীর আগ্রহে অপেক্ষা করছে। এ সফর দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আশা করা হচ্ছে। দুই দেশের সরকারই বর্তমানে এই ঐতিহাসিক সফরের এজেন্ডা চিহ্নিত করা এবং চূড়ান্ত করার কাজ করছে। সফরে বাংলাদেশ ও ভারতের অভিন্ন বন সুন্দরবনের সংরক্ষণের বিষয়ে আলোচনা হবে বলে একটি সূত্রে জানা গেছে।

২০১৬ সালে রাজশাহীতে তৈরি হবে প্রাইভেটকার
রাজশাহীতে পরিবেশবান্ধব প্রাইভেটকার কারখানা স্থাপনের লক্ষ্যে কোরিয়ার তিন সুনামধন্য কার প্রস্তুতকারী কোম্পানির সঙ্গে দেশীয় প্রতিষ্ঠান এনা গ্রুপের প্রাথমিক আলোচনা সম্পন্ন হয়েছে। রোববার দুপুর ১টায় নগরীর অলোকার মোড় এলাকায় রাজশাহী চেম্বার ভবনে কোরিয়া থেকে আগত ১১ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে এনা গ্রুপের এক মতবিনিময় সভায় এ আলোচনা সম্পন্ন হয়েছে।

রাজশাহী বিভাগের পরিবহন ধর্মঘট স্থগিত
রাজশাহী বিভাগে চলা পরিবহন ধর্মঘট সোমবার বিকেল পর্যন্ত স্থগিত করা হয়েছে। রোববার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পরিবহন শ্রমিকদের দাবির বিষয়ে বৈঠক আহ্বান করার কারণে ধর্মঘট স্থগিত করা হয়। সেখানে শ্রমিক ইউনিয়নের দাবি না মানা হলে পুণরায় তারা কর্মসূচি ঘোষণা করবেন বলে বগুড়া মোটর শ্রমিক ইউনিয়ন থেকে জানানো হয়েছে।

মরণ ফাঁদে পরিণত হয়েছে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়ক
বঙ্গবন্ধু সেতু উত্তরবঙ্গের জন্য আর্শীবাদ বয়ে আনলেও সেতু পশ্চিম সংযোগ সড়কটি যেন এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। সেতু থেকে পশ্চিমে হাটিকুমরুল গোল চত্বর পর্যন্ত প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। এক দিকে প্রাণ হারাচ্ছে সাধারণ যাত্রী ও চালকেরা। অপর দিকে শত শত যাত্রী পঙ্গু হয়ে দুঃসহ জীবন যাপন করছেন।

বাজেটে ৭`শ কোটি টাকা বরাদ্দ চায় ইসি
আসন্ন বাজেটে ৭’শ কোটি টাকা বরাদ্দ চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী অর্থ বছরের (২০১৫-১৬) জন্য এই টাকা চায় তারা। এই টাকা ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও বিভিন্ন উপনির্বাচনে ব্যয় হবে। ইতোমধ্যে অর্থমন্ত্রণালয়ের কাছে আগামী বাজেটে বরাদ্দ চেয়ে চিঠি পাঠানো হয়েছে।

২০১৯ সালে ভোটারবিহীন নির্বাচন হতে দেবে না বিএনপি
৫ জানুয়ারির মতো ২০১৯ সালেও ‘ভোটারবিহীন’ নির্বাচন করার চিন্তা করলে সেটা আহম্মকের স্বর্গে বসবাস করার শামিল হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মুখপাত্র ও দলটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন। রোববার বিকেল সাড়ে ৫টায় নয়াপল্টনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

গরমে পানিশূন্যতা রোধ করবেন যেভাবে
অতিরিক্ত গরমে ঘামের সাথে শরীরের প্রয়োজনীয় পানি বের হয়ে যায়। এই সময় বেশি পরিমাণে পানি পান না করলে শরীর পানিশূন্যতায় ভোগে এবং আমরা এই পানির অভাবজনিত রোগে আক্রান্ত হয়ে পড়ি। অনেকেই আছেন যারা পানি খুব বেশি পান করতে পারেন না। এতে করে শরীরের আরও বেশি ক্ষতি হয়। যারা বেশি পানি পান করতে পারেন না তাদের শরীরের পানিশূন্যতা প্রতিরোধে কিছু কাজ করতে হবে।

ইউটার্নে কনার আইটেম গান (ভিডিও)
শুক্রবার দেশজুড়ে মুক্তি পাচ্ছে আলভী আহমেদের ছবি ‘ইউটার্ন’। ছবিতে ‘হাওয়াতে হাওয়াতে উড়ছে ঘুড়ি’ শীর্ষক একটি গানে কণ্ঠ দিয়েছেন পারফর্ম করেছেন কনা। এনিয়ে গণমাধ্যমকে আলভী আহমেদ বলেন, গল্পের প্রয়োজনে একটি গুরুত্বপূর্ণ দৃশ্যে কনাকে প্রয়োজন ছিল। এবং কনা এখানে অনেক ভাল পারফর্ম করেছেন।

এবার মালয়েশিয়ায় গণকবরের সন্ধান
মালয়েশিয়ার সীমান্তবর্তী শহর পাদাং বিসারে প্রায় ১শ রোহিঙ্গা অভিবাসীর গণকবের সন্ধান পাওয়া গেছে। শুক্রবার সন্ধ্যায় দেশটির পুলিশ এ গণকবরটির সন্ধান পায় বলে জানা গেছে। মালয়েশিয়ার দ্য স্টার।

অভিবাসী উদ্ধারে ইন্দোনেশিয়ার অনুসন্ধানী অভিযান শুরু
সাগরে ভাসমান অভিবাসীদের উদ্ধারে শনিবার থেকে অনুসন্ধানী অভিযান শুরু করেছে ইন্দোনেশিয়া। অভিযানের অংশ হিসেবে ইন্দোনেশিয়ার জলসীমার বাইরেও অভিবাসীবাহী নৌযানের অনুসন্ধান করা হচ্ছে। নৌবাহিনীর ৪টি জাহাজ, দুটি বড় বোট ও একটি টহল বিমান উদ্ধার অভিযানে অংশ নিয়েছে। ইন্দোনেশিয়ার সামরিক বাহিনীর মুখপাত্র  ফুয়াদ বাসিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

আবাসনে কালো টাকার বিনিয়োগ অব্যাহত রাখার দাবি রিহ্যাবের
আবাসন খাতে আবারো কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় এ খাতের ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। প্রয়োজনে ইনডেমিনিটি জারি করে কেউ যাতে কালো টাকা বিনিয়োগে প্রশ্ন তুলতে না পারেন সেটি নিশ্চিত করতে বলা হয়েছে।

বিএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।