বাজেটে ৭`শ কোটি টাকা বরাদ্দ চায় ইসি


প্রকাশিত: ০১:৪৩ পিএম, ২৪ মে ২০১৫

আসন্ন বাজেটে ৭’শ কোটি টাকা বরাদ্দ চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী অর্থ বছরের (২০১৫-১৬) জন্য এই টাকা চায় তারা। এই টাকা ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও বিভিন্ন উপনির্বাচনে ব্যয় হবে। ইতোমধ্যে অর্থমন্ত্রণালয়ের কাছে আগামী বাজেটে বরাদ্দ চেয়ে চিঠি পাঠানো হয়েছে।

সূত্র জানায়, এ বছরের শেষ থেকে আগামী বছরের জুন পর্যন্ত  প্রায় সাড়ে ৪ হাজার ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন এবং প্রায় তিনশ পৌরসভা সাধারণ নির্বাচন করবে ইসি। এছাড়া বেশ কিছু উপ-নির্বাচনও করা হবে।

এ জন্য ইউনিয়ন পরিষদের জন্য ৫৭৫ কোটি টাকা, পৌরসভার জন্য ১০০ কোটি টাকা সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে। অবশিষ্ট ২৫ কোটি টাকার ব্যয় ধরা হয়েছে বিভিন্ন উপ-নির্বাচনের জন্য। তবে এই চাহিদা থেকে মন্ত্রণালয় কাঁটছাট করলে মধ্যমেয়াদী বাজেটে আবারো চাহিদা দেওয়া হবে।

এইচএস/একে/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।