এবার মালয়েশিয়ায় গণকবরের সন্ধান


প্রকাশিত: ০৪:৫৩ এএম, ২৪ মে ২০১৫
ফাইল ছবি

মালয়েশিয়ার সীমান্তবর্তী শহর পাদাং বিসারে প্রায় ১শ রোহিঙ্গা অভিবাসীর গণকবের সন্ধান পাওয়া গেছে। শুক্রবার সন্ধ্যায় দেশটির পুলিশ এ গণকবরটির সন্ধান পায় বলে জানা গেছে। মালয়েশিয়ার দ্য স্টার।  

পাদাং বিসার জেলার পুলিশ হেড কোয়াটারের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, গণকবরের সন্ধান পাওয়া এলাকাটি সংরক্ষিত এলাকা। সেখানে সর্বসাধারনের প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। পুলিশ এলাকাটি ঘিরে রেখেছে। শুক্রবার সন্ধ্যায় মালয়েশিয়ার নিরাপত্তা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা পাদাং বিসারে পৌছেছে।

কোন স্থানে গণকবরটির সন্ধান পাওয়া গেছে দেশটির সরকারের পক্ষ থেকে তা নির্দিষ্ট করে বলা হয়নি। তবে শুধু বলা হয়েছে পাহাড়ী এলাকার ধারে এ গণকবরের সন্ধান পাওয়া গেছে।

মালয়েশিয়ার পুলিশের একটি সূত্র জানায় মালয়েশিয়ার পুলিশ মহাপরিদর্শক তান শ্রী খালিদ আবু বক্কর আগামিকাল (সোমবার) এ ব্যাপারে সংবাদ সম্মেলনের আয়োজ করেছেন। সেখানেই তিনি বিস্তারিত তুলে ধরবেন।

উল্লেখ্য, চলতি মাসের শুরু দিকে থাইল্যান্ডের জঙ্গলে বাংলাদেশি ও রোহিঙ্গাদের গণকবরের সন্ধান পাওয়া যায়। সেখান থেকে কয়েকশ মানুষের কঙ্কাল উদ্ধারের পর বিশ্ব জুড়ে সমালোচনা ঝড় বইতে শুরু করে।   

এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।