২০১৬ সালে রাজশাহীতে তৈরি হবে প্রাইভেটকার
রাজশাহীতে পরিবেশবান্ধব প্রাইভেটকার কারখানা স্থাপনের লক্ষ্যে কোরিয়ার তিন সুনামধন্য কার প্রস্তুতকারী কোম্পানির সঙ্গে দেশীয় প্রতিষ্ঠান এনা গ্রুপের প্রাথমিক আলোচনা সম্পন্ন হয়েছে।
রোববার দুপুর ১টায় নগরীর অলোকার মোড় এলাকায় রাজশাহী চেম্বার ভবনে কোরিয়া থেকে আগত ১১ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে এনা গ্রুপের এক মতবিনিময় সভায় এ আলোচনা সম্পন্ন হয়েছে।
রাজশাহী চেম্বার সভাপতি মনিরুজ্জামান মনির`র সভাপতিত্বে সভায় এনা গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি বলেন, অবহেলিত রাজশাহীর উন্নয়নে বিসিক শিল্পনগরী এলাকায় প্রাইভেটকার কারখানা স্থাপনের লক্ষ্যে ইতোমধ্যে কোরিয়ার ১১ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে প্রাথমিক আলোচনা সম্পন্ন হয়েছে।
গত দুই বছর আগে তিনি কোরিয়ায় বেড়াতে গিয়ে পরিবেশবান্ধব প্রাইভেটকার দেখে মুগ্ধ হয়েছিলেন। এরপর তিনি সেই কার প্রস্তুতকারী কোম্পানির চেয়ারম্যানদের সঙ্গে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলেন। পরে কোরিয়া থেকে বেশ কয়েকবার কোম্পানিগুলোর প্রতিনিধি দল বাংলাদেশের বিভিন্ন জেলা ঘুরে এদেশে কার তৈরির কারখানা করা যায় কিনা তা পর্যবেক্ষণ করেন। পরবর্তীতে তার নিজের প্রচেষ্টায় নগরীর বিসিক এলাকায় কার তৈরির কারখানা স্থাপনের সিদ্ধান্ত নেন কোরিয়ার তিনটি কার প্রস্তুতকারী প্রতিষ্ঠানের মালিকবৃন্দ। আগামী বছরের জুন থেকে রাজশাহীতে পরিবেশ বান্ধব কার প্রস্তুত করা শুরু হবে বলে তিনি জানান।
এসময় তিনি আরো বলেন, কারখানার স্থান নির্বাচন ও কারখানায় কার প্রস্তুতির জন্য কোরিয়া থেকে আগত ১১ সদস্যের প্রতিনিধি দল একশ মিলিয়ন ডলার বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন। আর কারখানার শ্রমিক থেকে শুরু করে সব ধরনের সহযোগিতা করবে এনা গ্রুপ। এ জন্য তিনি রাজশাহীবাসীর সহযোগিতা কামনা করেছেন।
সভায় কোরিয়ান বিএমজি গ্রুপের সভাপতি কিম কেএন সাব, কেআরডাবলু গ্রুপের সভাপতি চোই সাং গোন, জিনও গ্রুপের চেয়ারম্যান কো উনডেন্ড, চেম্বারের সাবেক সভাপতি মোহাম্মদ আলী সরকার ও আবু বাক্কার আলী পৃথক বক্তব্য রাখেন।
অনুষ্ঠান শেষে প্রতিনিধি দলের সদস্যরা রাজশাহীর বাগমারা উপজেলায় এনা গ্রুপের কোল্ড স্টোরেজসহ বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেন।
প্রসঙ্গত, গত ২৬ মার্চ এনা গ্রুপের একটি প্রতিনিধি দল দক্ষিণ কোরিয়া সফরে যান। প্রতিনিধি দলটি সেখানে কার তৈরি প্রতিষ্ঠান জিনওয়া, বিএমজি ও কেআরডব্লিউ কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় করেন। ওই মতবিনিময় সভায় কোম্পানি তিনটির সঙ্গে এনা গ্রুপের এ ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত হয়।
কারখানা স্থাপনের স্থান পরিদর্শন ও বাণিজ্যিক অন্যান্য বিষয়ে জানতে কোম্পানি তিনটির ১১ জনের একটি প্রতিনিধিদল শুক্রবার বাংলাদেশে এসেছেন। এরপর শনিবার সকালে ঢাকায় এনা গ্রুপের প্রধান কার্যালয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করছেন তারা। ওই দিন বিকেলেই দলটি রাজশাহীর বাগমারায় আসেন।
অন্তু/এমএএস/আরআইপি