ভিডিও EN
  1. Home/
  2. শিক্ষা

দাবি আদায়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি শিক্ষকদের

প্রকাশিত: ১১:৩৬ এএম, ৩০ আগস্ট ২০১৫

প্রস্তাবিত জাতীয় অষ্টম বেতন কাঠামোর বৈষম্য দূরীকরণপূর্বক পুনঃনির্ধারণ, শিক্ষকদের মর্যাদা প্রতিষ্ঠাকরণ এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল ঘোষণার দাবিতে আবারো দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে তিন ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন শিক্ষকরা।

রোববার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলমান আন্দোলনের ধারাবাহিকতায় সারাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে তারা এ কর্মবিরতি পালন করেন।

এসময় শিক্ষকরা দাবি দ্রুত বাস্তবায়ন না হলে আগামীতে আরো কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন।

তবে পরীক্ষাসমূহ এ কর্মবিরতির আওতামুক্ত ছিল। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের এ কর্মবিরতির ডাক দেন।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিও রোববার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত কর্মবিরতি পালন করেছেন। সকল পর্যায়ের শিক্ষকবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে এ কর্মবিরতিতে অংশ নেন।

শিক্ষক সমিতি ফেডারেশন বিভিন্ন সময় সরকারের নীতিনির্ধারক মহলে আলাপ-আলোচনার মাধ্যমে অনেক সমস্যা সমাধান করলেও এবার সরকারের নীতিনিধারণী মহল গুরুত্ব দিচ্ছে না। ফলে তাদের পক্ষ থেকে অদ্যাবধি কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ বা আশ্বাস না পাওয়ায় বাধ্য হয়ে এই কর্মসূচি পালন করতে হচ্ছে। দাবি আদায়ে ভবিষ্যতে এ আন্দোলন আরো কঠোর থেকে কঠোরতর হবে বলেও শিক্ষকরা হুঁশিয়ারি উচ্চারণ করেন।

শিক্ষকরা বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের এ আন্দোলন শুধু বেতন-ভাতার জন্য নয়, শিক্ষা-ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক ও সামগ্রিক রূপ দিয়ে প্রকৃত মানবসম্পদ সৃষ্টির দ্বার উন্মোচন করার আন্দোলন; যেখানে শিক্ষকদের জবাবদিহিতার বিষয়ও থাকবে। শিক্ষকরা অতীতেও যেভাবে দায়িত্ব পালনে কার্পণ্য করেননি ভবিষ্যতেও করবেন না বলেও তারা মন্তব্য করেন।

বিশ্ববিদ্যালয় শিক্ষকরা বলেন, আমরা বিশ্বাস করি, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা শিক্ষকদের মর্যাদা ও সুযোগ-সুবিধার প্রতি অত্যন্ত সহানুভূতিশীল। ফলে তার নেতৃত্বাধীন সরকার এ ধরনের বৈষম্যমূলক বেতন কাঠামো বাতিলের মাধ্যমে পুনঃনির্ধারণ করে সকল পক্ষের কাছে গ্রহণযোগ্য এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের যৌক্তিক প্রাপ্যসমূহ প্রদান ও যথাযোগ্য মর্যাদা নিশ্চিত করবে।

এদিকে আগামী ৫ সেপ্টেম্বর পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে ফেডারেশনের যৌথসভা করে আন্দোলন ও দাবি আদায়ে তাদের সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানানো হবে।

ওইদিনই ফেডারেশনের কার্যনির্বাহী পরিষদের সভার মাধ্যমে আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন।

# নতুন বেতন নির্ধারণে অভিন্ন নীতিমালার দাবি
# নতুন পে স্কেলে বেতন জুলাই থেকে
# অর্থমন্ত্রীর কাছে নতুন বেতন কাঠামোর সুপারিশ
# নববর্ষ ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা
# পে স্কেলে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড বাদ দেওয়ায় ক্ষোভ
# সিলেকশন গ্রেড ও টাইম স্কেল বাদ দিয়েই চূড়ান্ত পে স্কেল
# দুই ধাপে নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করবে সরকার
# চূড়ান্ত হলো অষ্টম বেতন কাঠামো 
# নতুন পে স্কেলের ওপর সচিব কমিটির সুপারিশ চূড়ান্ত
# প্রতিবেদনের পর পে-কমিশন বিষয়ে সিদ্ধান্ত : মুহিত
# বরাদ্দ বাড়ছে বেতন-ভাতা খাতে 
# ১০০ শতাংশ পর্যন্ত বেতন বৃদ্ধির সুপারিশ
# অবশেষে চূড়ান্ত হলো সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামো
# পে-স্কেল : মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ে যাচ্ছে সচিব কমিটির সুপারিশ 

এমএইচ/একে/এমআরআই