জাতীয়

এনবিআরের বক্তব্য প্রত্যাখ্যান : আন্দোলন চালিয়ে যাবে শিক্ষার্থীরা

‘ভ্যাট দেওয়ার দায়িত্ব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের, শিক্ষার্থীদের নয়’জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর এর এমন বক্তব্য প্রত্যাখ্যান করেছেন আন্দোলনরত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা জানান, এর ফলে কার্যত আমাদের ওপর থেকে ভ্যাট প্রত্যাহার করা হলো না। এটি নিছক সান্ত্বনামূলক কথা। এর আগে জাতীয় রাজস্ব বোর্ডের জনসংযোগ কর্মকর্তা সৈয়দ আব্দুল  মু’মেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ভ্যাটের অর্থ পরিশোধের দায়িত্ব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থীর নয়, বরং এই ভ্যাট পরিশোধ করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।এনবিআর বলছে, টিউশন ফি`র মধ্যেই ভ্যাট অন্তর্ভুক্ত। নতুন করে শিক্ষার্থীদের কাছ থেকে অর্থ আদায়ের উদ্দেশ্যে ভ্যাট আরোপ করা হয়নি। আর টিউশন ফি বাড়ারও কোনো সুযোগ নেই।বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, নতুন করে শিক্ষার্থীদের কাছ থেকে অর্থ আদায়ের উদ্দেশ্যে ভ্যাট আরোপ করা হয়নি। বিদ্যমান টিউশন ফি`র মধ্যে ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে। ভ্যাট বাবদ অর্থ পরিশোধ করার দায়িত্ব সম্পূর্ণরূপে বেসরকারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের, কোনো ক্রমেই শিক্ষার্থীদের নয়।তবে শিক্ষার্থীরা এনবিআরের এমন বক্তব্য প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।# রাজধানী জুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ চলছে# শিক্ষার্থীদের বিক্ষোভ : মিরপুর রোডে তীব্র যানজট# শিক্ষার্থীদের দমাতে এপিসি জলকামান : থমথমে রামপুরা# বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভ্যাট কেন অবৈধ নয় : হাইকোর্ট# রামপুরায় সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ# রামপুরায় পুলিশ-শিক্ষার্থী সংঘর্ষ : শিক্ষকসহ অাহত ৭# আবারো রাস্তায় ইস্ট ওয়েস্টের শিক্ষার্থীরা : যান চলাচল বন্ধ# ছড়িয়ে পড়ছে ভ্যাট প্রত্যাহারের আন্দোলন# সিলেটে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মিছিল সমাবেশ# ধানমন্ডিতে শিক্ষার্থী-পুলিশ মুখোমুখি# ভ্যাট দেওয়ার দায়িত্ব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের : শিক্ষার্থীদের নয়এআর/এসএইচএস/পিআর

Advertisement