সচিব কমিটির প্রতিবেদনের সুপারিশের আলোকে নুতন বেতন কাঠামো চলতি মাসে মন্ত্রিপরিষদ সভায় উত্থাপনের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান। বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সেলিম উদ্দিনের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রীর পক্ষে প্রতিমন্ত্রী এ তথ্য তুলে ধরেন। প্রতিমন্ত্রী বলেন, জাতীয় বেতন ও চাকরি কমিশন, ২০১৩ এর প্রতিবেদন এবং সচিব কমিটির সুপারিশের আলোকে সেপ্টেম্বরে মন্ত্রিপরিষদে উত্থাপন হওয়ার সম্ভাবনা রয়েছে। মুহা. গোলাম মোস্তফা বিশ্বাসের অপর এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, অন্যান্য জাতীয় বেতন স্কেল বাস্তবায়নকালে যেভাবে সুইপার/পরিচ্ছন্নকর্মীদের বেতন বৃদ্ধি করা হয়েছে একইভাবে নতুন বেতনস্কেল ২০১৫ বাস্তবায়নকালে সারাদেশের সুইপার/পরিচ্ছন্নকর্মীদের বেতন বৃদ্ধির বিষয়টি বিবেচনা করা হবে। # নতুন বেতন নির্ধারণে অভিন্ন নীতিমালার দাবি# নতুন পে স্কেলে বেতন জুলাই থেকে# অর্থমন্ত্রীর কাছে নতুন বেতন কাঠামোর সুপারিশ# নববর্ষ ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা# পে স্কেলে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড বাদ দেওয়ায় ক্ষোভ# সিলেকশন গ্রেড ও টাইম স্কেল বাদ দিয়েই চূড়ান্ত পে স্কেল# দুই ধাপে নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করবে সরকার# চূড়ান্ত হলো অষ্টম বেতন কাঠামো # নতুন পে স্কেলের ওপর সচিব কমিটির সুপারিশ চূড়ান্ত# প্রতিবেদনের পর পে-কমিশন বিষয়ে সিদ্ধান্ত : মুহিত# বরাদ্দ বাড়ছে বেতন-ভাতা খাতে # ১০০ শতাংশ পর্যন্ত বেতন বৃদ্ধির সুপারিশ# অবশেষে চূড়ান্ত হলো সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামো# পে-স্কেল : মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ে যাচ্ছে সচিব কমিটির সুপারিশএইচএস/এএইচ/পিআর
Advertisement