ক্যাম্পাস

জাবিতে শিক্ষকদের কর্মবিরতি ও ধর্মঘট পালন

শিক্ষকদের আলাদা বেতন কাঠামোসহ চার দফা দাবিতে তৃতীয় দফায় অবস্থান ধর্মঘট ও কর্মবিরতি পালন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রোববার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ও মানবিকী অনুষদের সামনে তারা এ অবস্থান কর্মসূচি পালন করেন।শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মাফরুহী সাত্তারের সঞ্চালনায় অবস্থান কর্মসূচিতে বক্তারা বক্তব্য দেন। এ সময় তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য আলাদা বেতন কাঠামোর জোর দাবি জানান।এ সময় আরো উপস্থিত ছিলেন, চারুকলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. লুৎফর রহমান, ইতিহাস বিভাগের সভাপতি অধ্যাপক এ টি এম আতিকুর রহমান, গণিত বিভাগের অধ্যাপক শরীফ উদ্দিন, সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক মো. শামছুল আলম সেলিম, রাশেদা আখতার, সৈয়দ হাফিজুর রহমান, সহযোগী অধ্যাপক জামাল উদ্দিন, সিকদার মো. জুলকারনাইন, সহকারী অধ্যাপক মামুনুর রশিদ, সহযোগী অধ্যাপক নাজমুল হাসান তালুকদার প্রমুখ। # নতুন বেতন নির্ধারণে অভিন্ন নীতিমালার দাবি# নতুন পে স্কেলে বেতন জুলাই থেকে# অর্থমন্ত্রীর কাছে নতুন বেতন কাঠামোর সুপারিশ# নববর্ষ ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা# পে স্কেলে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড বাদ দেওয়ায় ক্ষোভ# সিলেকশন গ্রেড ও টাইম স্কেল বাদ দিয়েই চূড়ান্ত পে স্কেল# দুই ধাপে নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করবে সরকার# চূড়ান্ত হলো অষ্টম বেতন কাঠামো # নতুন পে স্কেলের ওপর সচিব কমিটির সুপারিশ চূড়ান্ত# প্রতিবেদনের পর পে-কমিশন বিষয়ে সিদ্ধান্ত : মুহিত# বরাদ্দ বাড়ছে বেতন-ভাতা খাতে # ১০০ শতাংশ পর্যন্ত বেতন বৃদ্ধির সুপারিশ# অবশেষে চূড়ান্ত হলো সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামো# পে-স্কেল : মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ে যাচ্ছে সচিব কমিটির সুপারিশহাফিজুর রহমান/একে/এমআরআই

Advertisement