মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীকে শিগগিরই ঢাকা কেন্দ্রীয় কারাগারে হস্তান্তর করা হচ্ছে না। তবে আইনজীবীদের যোগাযোগের সুবিধার্থে ঢাকা কেন্দ্রীয় কারাগারের চিঠি পাওয়া সাপেক্ষে তাকে ঢাকায় আনা হবে।একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০১৩ সালের ১ অক্টোবর সাকা চৌধুরীকে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেই রায়ের বিপক্ষে সাকা চৌধুরী আপিল করলে বুধবার সকালে আপিল বিভাগ ফাঁসির রায় বহাল রাখেন।বর্তমানে সাকা চৌধুরী গাজীপুরের ১ নং জেলের ৩০ নম্বর কনডেম সেলে রয়েছেন। কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা জাগো নিউজকে বলেন, তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে হস্তান্তরের বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত হয়নি। সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত তিনি গাজীপুরেই থাকছেন। তবে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে আনুষ্ঠানিক চিঠি পেলে তা যাচাই বাছাইয়ের পর ব্যবস্থা নেয়া হবে।ট্রাইব্যুনালের রায়ে সাকা চৌধুরীর ফাঁসির পর পরই তাকে কয়েদির পোশাক পড়ানো হয়েছিল। রায় বহাল থাকায় তার কয়েদির পোশাক অপরিবর্তিত থাকছে।এর আগে আপিল বিভাগের রায়ের পর বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানকে ঢাকায় হস্তান্তর করা হয়েছিল। আইনজীবীদের সঙ্গে নিয়মিত যোগাযোগের সুবিধার্থে সাকা চৌধুরীকেও ঢাকায় হস্তান্তরের আবেদন করতে পারেন তার আইনজীবীরা।# আমার বাবা নির্দোষ : হুম্মাম কাদের চৌধুরী# সাকার মৃত্যুদণ্ড বহাল# ন্যায় বিচার প্রতিষ্ঠা পেল : মেনন# রায় প্রত্যাশিত : অ্যাটর্নি জেনারেল# সাকার রায়ে চট্টগ্রামবাসী দায়মুক্ত # রাজনৈতিক উদ্দেশ্যে সাকার ফাঁসি : খন্দকার মাহবুব# যুদ্ধাপরাধের বিচার বিশেষ গতি পেল : অ্যাড. হুমায়ুন# আবারো প্রমাণ হল আইনের ঊর্ধ্বে কেউ নয়এআর/জেইউ/এআরএস/পিআর
Advertisement