আবারো প্রমাণ হল আইনের ঊর্ধ্বে কেউ নয়


প্রকাশিত: ০৪:২৭ এএম, ২৯ জুলাই ২০১৫

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় আপিল বিভাগ সালাউদ্দিন কাদের চৌধুরীর (সাকা চৌধুরী) ফাঁসির রায় বহাল রাখায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ বলেন, এই রায়ে সত্য প্রতিষ্ঠা হয়েছে। আবারো প্রমাণ হল আইনের ঊর্ধ্বে কেউ নেই।

বুধবার উচ্চ আদালতের আপিল বিভাগে চূড়ান্ত রায়ে সাকা চৌধুরীর ফাঁসি বহাল রাখা হয়। এই রায়ের পর তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন।

তিনি বলেন, সাকা চৌধুরী বিচারকার্য চলাকালীন সময়ে আদালতকে কটুক্তি করে নানা কথা বলেছেন। একেক সময় একেক রকম যুক্তি উপস্থাপন করেছেন। একদিন বলেছেন, ‘আমার কিছু হবে না, আমি ল মেকার।’ এই রায়ে এটাই প্রমান হয়েছে যে আইনের ঊর্ধ্বে কেউ নেই।

তুরিন আফরোজ আরো বলেন, একাত্তরে সাকা চৌধুরী হিন্দু সম্প্রদায়ের উপর নানা নির্যাতন করেছেন। এই রায়ে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে।

জেইউ/এআর/এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।