ন্যায় বিচার প্রতিষ্ঠা পেল : মেনন
বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, মুক্তিযুদ্ধের সবচেয়ে ঘৃণিত অপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ডের রায়ের মধ্য দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা পেল। আপিল বিভাগ সর্বোচ্চ সাজা বহাল রাখায় সন্তোষ প্রকাশ করে রাশেদ খান মেনন জাগো নিউজের কাছে এমন প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
তিনি বলেন, সালাউদ্দিন কাদের চৌধুরী মুক্তিযুদ্ধের সময় যে নৃশংসতা দেখিয়েছিল তা বিশ্বমানবতাকেও হার মানায়। সাকা চৌধুরী তার ঘৃণিত অপরাধের জন্য কখনো অনুশোচনা করেনি বরং মুক্তিযুদ্ধকে চ্যালেঞ্জ করে বারবার দাম্ভিকতা প্রকাশ করেছে।
তিনি আরো বলেন, সাকা চৌধুরীর মৃত্যুদণ্ড জাতীর কলঙ্ক মোছনে বিশেষ ভূমিকা রাখবে। আমরা তার মৃত্যুদণ্ডই প্রত্যাশা করেছিলাম এবং আদালত তাই বহাল রেখেছে। এই রায় দ্রুত কার্যকর করার দাবি জানাচ্ছি।
এএসএস/এসএস/এমএস