জাতীয়

চতুর্থ শ্রেণির কর্মচারীদের দাবি ১৬ হাজার টাকা

সর্বনিম্ম ১৬ হাজার টাকা বেতন স্কেল নির্ধারণসহ কর্মচারীদের সিলেকশন গ্রেড প্রদানের দাবি জানিয়েছে বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতি। টাইম স্কেল, সিলেকশনসহ গ্রেড ও বাৎসরিক ইনক্রিমেন্ট প্রথা বহাল রাখারও দাবি জানিয়েছেন তারা। শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রহমান এ দাবি জানান।লিখিত বক্তব্যে তিনি বলেন, কর্মচারীদের পদোন্নতির সুযোগ সীমিত থাকার কারণে সরকার টাইম স্কেল ও সিলেকশসহ গ্রেড প্রথা প্রবর্তন করে। সরকারি কর্মচারীরা দীর্ঘদিন থেকে টাইম স্কেলের সুবিধা ভোগ করলেও চতুর্থ শ্রেণির সব কর্মচারীরা সিলেকশন গ্রেডের সুবিধা পাচ্ছে না। কিন্তু দুঃখের বিষয় প্রস্তাবিত পে-স্কেলের রিপোর্টে টাইম স্কেল, সিলেকশন গ্রেড ও বাৎসরিক ইনক্রিমেন্ট প্রথা বাদ দেয়ার সুপারিশ করা হয়েছে।চতুর্থ শ্রেণির কর্মচারীদের জন্য প্রস্তাবিত স্কেলে এক গ্রেডে থেকে অন্য গ্রেডের আর্থিক ব্যবধান মাত্র ২৫০ টাকা করা হয়েছে। যা ইনক্রিমেন্টের চেয়েও কম। আর্থিক কার্পণ্যতা করে জাতীয় বেতন স্কেলের সুপারিশ করায় কর্মচারীদের মাঝে হতাশা, তীব্র অসন্তোষ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানান তিনি।এ সময় সংগঠনের মহাসচিব মতিউর রহমান, অতিরিক্ত মহাসচিব আবুল হাশেম, যুগ্ম-মহাসচিব আবু বকর সিদ্দিক, নুর আলম, বশিউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।# সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভাতা কমাতে চান মুহিত# নতুন বেতন নির্ধারণে অভিন্ন নীতিমালার দাবি# নতুন পে স্কেলে বেতন জুলাই থেকে# অর্থমন্ত্রীর কাছে নতুন বেতন কাঠামোর সুপারিশ# নববর্ষ ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা# পে স্কেলে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড বাদ দেওয়ায় ক্ষোভ# সিলেকশন গ্রেড ও টাইম স্কেল বাদ দিয়েই চূড়ান্ত পে স্কেল# দুই ধাপে নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করবে সরকার# চূড়ান্ত হলো অষ্টম বেতন কাঠামো # নতুন পে স্কেলের ওপর সচিব কমিটির সুপারিশ চূড়ান্ত# প্রতিবেদনের পর পে-কমিশন বিষয়ে সিদ্ধান্ত : মুহিত# বরাদ্দ বাড়ছে বেতন-ভাতা খাতে # ১০০ শতাংশ পর্যন্ত বেতন বৃদ্ধির সুপারিশ# অবশেষে চূড়ান্ত হলো সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামো# পে-স্কেল : মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ে যাচ্ছে সচিব কমিটির সুপারিশ

Advertisement

১০০ শতাংশ পর্যন্ত বেতন বৃদ্ধির সুপারিশ পে স্কেলে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড বাদ দেওয়ায় ক্ষোভ - See more at: http://www.jagonews24.com/%E0%A6%AA%E0%A7%87%20%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%95%E0%A7%87%E0%A6%B2%E0%A7%87%20%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%87%E0%A6%AE%20%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%95%E0%A7%87%E0%A6%B2%20%E0%A6%93%20%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%87%E0%A6%95%E0%A6%B6%E0%A6%A8%20%E0%A6%97%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%A1%20%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A6%20%E0%A6%A6%E0%A7%87%E0%A6%93%E0%A7%9F%E0%A6%BE%E0%A7%9F%20%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A7%8B%E0%A6%AD/27713#sthash.3cvjBxCW.dpuf

বিএ/এমএস