২৮ আগস্ট : এক নজরে সারাদিনের খবর


প্রকাশিত: ০৩:৪৬ পিএম, ২৮ আগস্ট ২০১৫

আসুন একসঙ্গে কাজ করি : খালেদা জিয়া
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, হিংসা-বিদ্বেষের পথ ছেড়ে আসুন একটি টেকসই গণতান্ত্রিক ব্যবস্থার জন্য একসঙ্গে কাজ করি।

এবার ব্লগার শাম্মীকে অনুসরণ : থানায় জিডি
ইস্টিশন ব্লগের লেখক ও গণজাগরণ মঞ্চের কর্মী শাম্মী হক (২৩) নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

মাঠ কাঁপানো আ.লীগ নেতা এখন ভিক্ষুক
এক সময়ের মাঠ কাঁপানো আওয়ামী লীগ নেতা হাশেম আলী (৬৫) এখন ভিক্ষা করে জীবন চালাচ্ছেন।

আগামী মাসে শুরু ঢাকা-টাঙ্গাইল চার লেনের কাজ
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের জয়দেবপুর থেকে গাজীপুরের চন্দ্রা হয়ে টাঙ্গাইলের এলেঙ্গা পর্যন্ত ৭০ কিলোমিটার রাস্তা চার লেনে উন্নীতকরণের কাজ আগামী মাসের শেষের দিকে শুরু হবে।

বার কাউন্সিল নির্বাচনে নৈরাজ্যের বিরুদ্ধে ন্যায়বিচারের জয় হয়েছে
বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনে অন্যায়, নৈরাজ্য আর বিশৃঙ্খলার বিরুদ্ধে ন্যায়বিচারের বিজয় হয়েছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

বঙ্গবন্ধু হত্যা বিতর্কে বেকায়দায় জাসদ
স্বাধীনতা পরবর্তী রাজনীতি এবং বঙ্গবন্ধু হত্যাকাণ্ডকে কেন্দ্র করে ৪০ বছরের পুরানো বিতর্কে নতুন করে চাপে পড়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)।

ঐক্যবদ্ধভাবে সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে
শুধু সেমিনার ও আলোচনার মধ্যে সীমাবদ্ধ থাকলে এই সরকারের কাছ থেকে কোন কিছু আদায় সম্ভব নয়।

কুমিল্লায় কাজী জাফরের ৩টি জানাজা অনুষ্ঠিত হবে
কাজী জাফরের দাফনের স্থান যেখানে হোক না কেন তার রাজনৈতিক জেলা কুমিল্লায় শনিবার আরো তিনটি জানাজা অনুষ্ঠিত হবে।

বিদ্যুতের মূল্যবৃদ্ধি ন্যায় বিচারের পরিপন্থী : সুরঞ্জিত
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, সরকারের গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত ন্যায়বিচারের পরিপন্থী।

কাজী জাফরের জানাজায় শরিক হয়নি আওয়ামী লীগ
জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফরের নামাজে জানায় আওয়ামী লীগের কোনো প্রতিনিধিকে অংশ নিতে দেখা যায়নি।

বিএনপি-জামায়াত ক্ষমতায় এলে লুটপাট নিয়ে ব্যস্ত থাকে
ভূমিমন্ত্রী শামসুর রহমান শরিফ বলেছেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে দেশের উন্নয়ন হয়।

নিলয় হত্যা : গ্রেফতার দুজন ৫ দিনের রিমান্ডে
ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় নিলয় হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গ্রেফতার কাউছার হোসেন খান (২৯) ও কামাল হোসেন সরদারকে (২৯) পাঁচ দিন রিমান্ডে নিয়েছে পুলিশ।

সবুজবাগে গৃহবধুকে গণধর্ষণ : মামলা
রাজধানীর সবুজবাগ থানাধীন দক্ষিণগাঁও এলাকায় এক গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ উঠেছে।

সেপ্টেম্বর থেকে ভারতীয় ভিসা এমআরপিতে
চলতি বছরের ১ সেপ্টেম্বর থেকে মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) ছাড়া কোনোভাবেই ভারতীয় ভিসা পাওয়া যাবে না।

বিশ্বের সবচেয়ে কম আবেগপ্রবণ দেশ বাংলাদেশ ফাইল ছবি
বিশ্বের সবচেয়ে কম আবেগপ্রবণ দেশ হিসেবে বাংলাদেশকে চিহ্নিত করেছে টাইম ম্যাগাজিন।

একে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।