১১ জুন : একনজরে সারাদিনের খবর


প্রকাশিত: ০৪:০০ পিএম, ১১ জুন ২০১৫

শত্রু পক্ষ ফাঁদ তৈরি করতেই পারে, পা দিবেন কেন : মতিয়া চৌধুরী
আওয়ামী লীগের সভাপতি  মন্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, শত্রু পক্ষ ফাঁদ তৈরি করতেই পারে। তাই বলে আপনারা ফাঁদে পা দেবেন কেন? এক এগার প্রেক্ষাপটে মাইনাস টু ফর্মুলায় আওয়ামী লীগের কতিপয় নেতার বিতর্কিত ভূমিকা নিয়ে সমালোচনা করে তিনি এ কথা বলেন।

মোদির বক্তব্যের তীব্র নিন্দা পাকিস্তান সংসদে
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে দেয়া সাম্প্রতিক বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে পাকিস্তানের জাতীয় সংসদ। বৃহস্পতিবার এ বিষয়ে একটি নিন্দা প্রস্তাব পাস করেছে দেশটির সংসদ। প্রস্তাবটিতে ভারতের গুরুত্বপূর্ণ নেতা (প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি) কর্তৃক পাকিস্তান বিরোধী বক্তব্যের জোরালো প্রতিবাদ জানানো হয়।

বাতিল হচ্ছে সকল ফেরি ঘাটের ইজারা
আগামী ১ জুলাই থেকে সারা দেশের সকল ফেরি ঘাটের ইজারা প্রথা বাতিল করা হচ্ছে বলে জানিয়েছেন নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান। বৃহস্পতিবার বিকেলে চাঁদপুরের উত্তরে মেঘনা নদীতে মতলব-মুন্সিগঞ্জ রুটে ফেরি সার্ভিসের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

উজানের ঢলে তিস্তার পানি বৃদ্ধি
ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলে তিস্তা নদীর ঘোলা পানি বৃদ্ধি পেয়েছে। বৃহস্পতিবার বিকেলে পানি বৃদ্ধি পেয়ে ৫২ দশমিক ৩০ সেন্টিমিটার বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। যে কোনো সময় তিস্তার পানি ব্যারেজ পয়েন্টে বিপদসীমা অতিক্রম করতে পারে বলে মনে করছেন পাউবো কর্মকর্তারা।

বাংলাদেশে কত ধর্মের লোকের বাস, জানে না ধর্ম মন্ত্রণালয়!
বাংলাদেশে কত ধর্মের মানুষ বসবাস করে এর কোন তালিকা বা তথ্য নেই ধর্মমন্ত্রণালয়ের কাছে। বৃহস্পতিবার জাতীয় সংসদের টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে এমন তথ্য জানিয়েছেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান।

শার্শায় ফের ভাইকে বেঁধে রেখে বোনকে গণধর্ষণ
যশোরের শার্শায় আবারো ভাইকে বেঁধে রেখে বোনকে (৪২) গণধর্ষণ করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। বুধবার রাত ১০টার দিকে উপজেলার সীমান্তবর্তী গোগা ইউনিয়নের রুদ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে।

সংসদীয় বিধি মেনে দৃষ্টান্ত গড়লেন শেখ হাসিনা
সংসদ অধিবেশন কক্ষে আচরণবিধি মানতে গিয়ে হুইপের আসনে ৮ মিনিট বসে থেকে নজির গড়লেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা। সংসদের বৈঠকে কার্যপ্রণালি বিধির ২৬৭ ধারায় বলা আছে- কোন সদস্যের বক্তৃতা চলাকালে ওই সদস্য ও সভাপতির মধ্যবর্তী স্থান দিয়ে চলাচল করা যাবে না।

ভেজাল ওষুধ উৎপাদন : ৩১৪ প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, চলতি বছরের জানুয়ারি থেকে মে পর্যন্ত  নকল ও নিম্নমানের ওষুধ উৎপাদনের কারণে ৩১৪টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই সময় ৩৪ লাখ ৪৩ হাজার ৬শ` টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও ১৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া ছাড়াও বিপুল পরিমাণ ওষুধ ধ্বংস করা হয়েছে।

কিরগিজস্তানের বিপক্ষে বাংলাদেশের লজ্জাজনক পরাজয়
হার দিয়ে বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাই পর্ব শুরু করলো বাংলাদেশ। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে কিরগিজস্তানের বিপক্ষে স্বাগতিকরা হারে ৩-১ গোলের ব্যবধানে।

খেলা শুরুর ৭ মিনিটে ডি বক্সের বাইরে ফ্রি কিকে গোল করে কিরগিজস্তানকে এগিয়ে দেয় জেমলিয়ানুহিন অ্যান্টন। ম্যাচের ২৮ মিনিটে ডি বক্সের মধ্যে কিরগিজস্তানের খেলোয়াড়কে ফাউল করেন ইয়ামিন মুন্না। রেফারি পেনাল্টির বাঁশি বাজান। পেনাল্টি কিক নেন কিরগিজস্তানের ৮ নম্বর জার্সিধারী খেলোয়াড়। তিনি যেদিকে কিক নেয় সেদিকেই ঝাপিয়ে পরেন রাসেল মাহমুদ। বল তার হাতেও লাগে। কিন্তু শেষ রক্ষা হয়নি (২-০)।

অজ্ঞাত চিঠিতে হুমকি : সাধারণ ডায়েরি করলেন তুরিন আফরোজ
হুমকি ও ব্যক্তিগত আক্রমণ করে অকথ্য ভাষায় লেখা (হাতে লেখা) বেনামে আসা একটি চিঠি পাওয়ায় সাধারণ ডায়েরি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ। বৃহস্পতিবার বিকেল পৌনে ৬টার দিকে রাজধানীর বনানী থানায় এ জিডি (জিডি নং ৫০২) করেন তুরিন আফরোজসহ কয়েকজন প্রসিকিউটর।

বিএনপি নতুন করে ভারত বিরোধিতা শুরু করেছে : হানিফ
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বিএনপি সুর পাল্টিয়ে নতুন করে ভারত বিরোধিতা শুরু করেছে। বিএনপি বুঝতে পেরেছে ভারতের কাছে তাদের অবস্থান কত খারাপ। সেই কারণে বিএনপি নতুন করে সুর পাল্টিয়ে ভারত বিরোধিতা শুরু করেছে।

উত্তরায় ফ্ল্যাট : দেড় বছর অপেক্ষার সঙ্গে গুণতে হবে বেশি টাকা
উত্তরা তৃতীয় ফেজে আবাসিক এ্যাপার্টমেন্ট প্রকল্পের ফ্ল্যাট বুঝে পেতে গ্রাহককে আরো দেড় বছর অপেক্ষা করতে হবে। সরকার গ্রাহকের ২০১৬ সালের ডিসেম্বরে ফ্ল্যাট বুঝিয়ে দিতে চায়। তবে আদো সেটি সম্ভব হবে কিনা তা নিয়ে শঙ্কা রয়ে গেছেই। ১৮ নম্বর সেক্টরে নির্মাণাধীন এই প্রকল্পের মাধ্যমে ১৫ হাজার ফ্ল্যাট তৈরি করবে সরকার।

ছাত্রলীগ সম্পর্কে নেগেটিভ নিউজ করা থেকে বিরত থাকুন
গণমাধ্যমের উপর এবার বেজায় চটেছেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম। তিনি গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে বলেন, ছাত্রলীগ সম্পর্কে নেগেটিভ নিউজ করা থেকে বিরত থাকুন। ছাত্রলীগ কোন সাংবাদিকের কলমকে ভয় পায়না।

আজীবন সম্মাননা পাচ্ছেন বাপ্পি লাহিড়ি
আজীবন সম্মাননা পেতে যাচ্ছেন কিংবদন্তি গীতিকার ও সঙ্গীতশিল্পী বাপ্পি লাহিড়ি। সান ফ্রান্সিসকো গ্লোবাল মুভি ফেস্ট-এ এই সম্মানে ভূষিত করা হবে তাকে।

রাবি’র ফলিত গণিতের মাস্টার্সের ফল দুই বছরেও প্রকাশ হয়নি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের মাস্টার্সের (এমএসসি-২০১২) এর পরীক্ষা দুই বছর পার হলেও প্রকাশ হয়নি এর ফলাফল। নম্বরপত্র টেম্পারিং-এর অভিযোগের জেরে বিএনপি ও আওয়ামীপন্থী শিক্ষকদের মধ্যে দ্বন্দ্বে কারণে এ ফল প্রকাশ করা সম্ভব হয়নি বলে জানা গেছে।

সারাদেশে মৌসুমী বায়ুর বিস্তার : ভারী বর্ষণের পূর্বাভাস
ঢাকা, চট্টগ্রাম, রংপুর ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরণের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

শান্তিনগরে জলাবদ্ধতা পরিদর্শনে সাঈদ খোকন
বৃহস্পতিবার সকালের প্রবল বর্ষণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে রাজধানীয় বিভিন্ন এলাকায়। বেলা ১২টার দিকে রাজধানীর শান্তিনগর এলাকায় জলাবদ্ধতা পরিদর্শন করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন। এসময় তিনি জলাবদ্ধতা দূর করতে ওয়াসার ঊর্ধ্বতন কর্মকর্তাদের দ্রুত স্থায়ী সমাধানের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

নজরদারিতে আসছেন প্যাথলজি-ডায়াগনস্টিক সেন্টারের কনসালটেন্টরা
স্বাস্থ্য অধিদফতরের কঠোর নজরদারিতে আসছে প্রাইভেট প্যাথলজি ও ডায়াগনস্টিক সেন্টারে রিপোর্ট প্রদানকারী কনসালটেন্টরা। সামগ্রিক চিকিৎসা সেবার মান উন্নয়ন ও ডাটাবেজ তৈরির লক্ষ্যে রাজধানীসহ সারাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত কনসালটেন্টদের সঠিক তালিকা তৈরির সিদ্ধান্ত নিয়েছে অধিদফতর।

এসএইচএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।