বিএনপি নতুন করে ভারত বিরোধিতা শুরু করেছে : হানিফ
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বিএনপি সুর পাল্টিয়ে নতুন করে ভারত বিরোধিতা শুরু করেছে। বিএনপি বুঝতে পেরেছে ভারতের কাছে তাদের অবস্থান কত খারাপ। সেই কারণে বিএনপি নতুন করে সুর পাল্টিয়ে ভারত বিরোধিতা শুরু করেছে।
বৃহস্পতিবার কুষ্টিয়ার নিজ বাসভবনে গরীব, দুস্থদের মঝে আর্থিক সহায়তা প্রদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাহবুব উল আলম হানিফ এসব কথা বলেন।
ড. এমাজ উদ্দিনের মন্তব্যের সমালোচনা করে হানিফ বলেন, ভারতের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে একান্ত সাক্ষাৎকারে পরিস্কারভাবে জানিয়ে দিয়েছেন ভারত কখনো সন্ত্রাস বা জঙ্গীবাদকে প্রশ্রয় দেয় না। এর মাধ্যমে গোটা বিশ্ববাসী জানতে পেরেছে বিএনপির নেত্রী এ দেশে সন্ত্রাসবাদ বা জঙ্গীবাদকে প্রশ্রয় ও প্রতিষ্ঠিত করেছে।
বাংলাদেশ-ভারত চুক্তি সর্ম্পকে হানিফ বলেন, ভারতের সাথে যে বিষয়গুলো আমাদের চুক্তি হয়েছে এই চুক্তিতে বাংলাদেশের কোন ক্ষতি হয় নাই।
এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সহ-সভাপতি হাজী রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক আজগর আলী, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
আরএস/পিআর