ছাত্রলীগ সম্পর্কে নেগেটিভ নিউজ করা থেকে বিরত থাকুন


প্রকাশিত: ০৩:৩১ পিএম, ১১ জুন ২০১৫

গণমাধ্যমের উপর এবার বেজায় চটেছেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম। তিনি গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে বলেন, ছাত্রলীগ সম্পর্কে নেগেটিভ নিউজ করা থেকে বিরত থাকুন। ছাত্রলীগ কোন সাংবাদিকের কলমকে ভয় পায়না। বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রলীগের সম্মেলনে প্রধান বক্তার বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।

নাজমুল বলেন, ছাত্রলীগের আসন্ন কাউন্সিলকে সামনে রেখে গণমাধ্যমের কিছু লোক ছাত্রলীগের সমোলচনায় নিজেদের লিপ্ত রাখছেন। গণমাধ্যম ছাত্রলীগের সিন্ডিকেটের কথা বলছেন। তারা ওবায়দুল কাদের-বাহ উদ্দিন নাসিম সিন্ডিকেট ও বাহদুর বেপারী-মাহমুদুল হাসান রিপন সিন্ডিকেটের যে কথা বলছে তা সম্পূর্ণ ভুয়া। মূলত যারা ছাত্রলীগের রাজনীতিকে ভালবাসেন না তারাই এই ধরনের নিউজ করে বিভ্রান্তি ছড়াচ্ছেন।

যারা ছাত্রলীগের সম্মেলন নিয়ে নেতিবাচক নিউজ করেন, আপনারা ছাত্রলীগ সম্পর্কে জানেন না। আগে ছাত্রলীগ সম্পর্কে ভালভাবে জানুন। এরপর নিউজ করুন। আর মনে রাখবেন ছাত্রলীগ কোন হলুদ সাংবাদিককে ভয় পায়না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন ছাত্রলীগের এই কেন্দ্রীয় নেতা।

এমএইচ/এসএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।