ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

বহাল রাখার উদ্যোগ টাইম স্কেল ও সিলেকশন গ্রেড

প্রকাশিত: ০৬:২৮ এএম, ২২ আগস্ট ২০১৫

টাইম স্কেল ও সিলেকশন গ্রেড বহাল রেখে এবং পাঁচ শতাংশ হারে প্রতিবছর বেতন বাড়ানোর প্রস্তাবটি না রেখে নতুন অষ্টম জাতীয় বেতন কাঠামো করা হচ্ছে বলে জানা গেছে। এর আগে পে-কমিশন ও সচিব কমিটির সুপারিশ অনুযায়ী টাইম স্কেল ও সিলেকশন গ্রেড বাদ দিয়েই নতুন পে-স্কেল বাস্তবায়নের বিষয়টি চূড়ান্ত করেছিল সরকার। কিন্তু কর্মকর্তা ও কর্মচারীদের চাপের মুখে সরকার নিজের অবস্থান থেকে সরে এসেছে বলে জানা যায়। অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্টরা ইতোমধ্যে এ সংক্রান্ত সারসংক্ষেপ তৈরির কাজ শুরু করেছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উল্লিখিত দুটি সুবিধা বহাল রেখে নতুন অষ্টম জাতীয় বেতন কাঠামোর সারসংক্ষেপ তৈরি করছে অর্থ মন্ত্রণালয়ের বাস্তবায়ন বিভাগ। এ জন্য গত সপ্তাহের শেষ কার্যদিবসে সন্ধ্যার পরও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা অর্থ মন্ত্রণালয়ে এ নিয়ে কাজ করেছেন বলে সূত্রে জানা যায়।

এছাড়া অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গত মঙ্গলবার বলেছিলেন, প্রস্তাবিত পে-স্কেলে টাইম স্কেল ও সিলেকশন গ্রেডের বিষয়টি নতুন করে ভেবে দেখা হবে। টাইম স্কেল ও সিলেকশন গ্রেড একসঙ্গে রাখার পক্ষে নই। এর মধ্যে যে কোনো একটি বাদ দেবো। বিষয়টি নিয়ে আরো পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হবে।

সরকারের সংশ্লিষ্ট সূত্র জানা যায়, টাইম স্কেল ও সিলেকশন গ্রেড বাদ দিলে প্রশাসনে অস্থিরতা সৃষ্টি হবে এমন আশংকার কথা জানিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে রিপোর্ট দিয়েছে গোয়েন্দা সংস্থা। একইসঙ্গে আন্দোলনের চাপে সরকার কিছুটা নমনীয় হয়ে ওঠে। পরে সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে এ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

উল্লেখ্য, অষ্টম জাতীয় পে-কমিশন সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের টাইম স্কেল ও সিলেকশন গ্রেড বাতিলের সুপারিশ করে সরকারের কাছে প্রতিবেদন দাখিল করে। নতুন বেতন পে-স্কেল পর্যালোচনা সংক্রান্ত সচিব কমিটিও তাদের প্রতিবেদনে কমিশনের সুপারিশ বহাল রাখে। ১৪ মে অর্থমন্ত্রীর কাছে এ সংক্রান্ত প্রতিবেদন জমা দেয়া হয়।

এদিকে নতুন পে-স্কেলে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড বাতিল হচ্ছে এ খবর ছড়িয়ে পড়লে সচিবালয়সহ সারাদেশের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়। আন্দোলনকারী সংগঠনের নেতারা অর্থমন্ত্রী, প্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্ট মন্ত্রীদের কাছে এ সুবিধা দুটি বহাল রাখার অনুরোধ জানান।

# অবশেষে চূড়ান্ত হলো সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামো
# দুই ধাপে নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করবে সরকার
# চূড়ান্ত হলো অষ্টম বেতন কাঠামো
# নতুন পে স্কেলের ওপর সচিব কমিটির সুপারিশ চূড়ান্ত
# প্রতিবেদনের পর পে-কমিশন বিষয়ে সিদ্ধান্ত : মুহিত
# বরাদ্দ বাড়ছে বেতন-ভাতা খাতে
# ১০০ শতাংশ পর্যন্ত বেতন বৃদ্ধির সুপারিশ
# অর্থমন্ত্রীর কাছে নতুন বেতন কাঠামোর সুপারিশ
# নববর্ষ ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা
# পে স্কেলে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড বাদ দেওয়ায় ক্ষোভ
# সিলেকশন গ্রেড ও টাইম স্কেল বাদ দিয়েই চূড়ান্ত পে স্কেল
# টাইম স্কেল বাতিল : ক্ষোভ তীব্র হচ্ছে প্রশাসনে

আরএস/এমএস