ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

৩০ জুন : এক নজরে সারাদিনের খবর

প্রকাশিত: ০৪:০৫ পিএম, ৩০ জুন ২০১৫

বিরামপুরে বিজিবির গুলিতে দুইজন নিহত
দিনাজপুরের বিরামপুর রেলস্টেশনে বিজিবি-চোরাকারবারী সংঘর্ষের সময় বিজিবির গুলিতে দুইজন নিহত হয়েছেন।  নিহতরা হলেন- মো. শাহিন (২৫) ও মো. সুলতান আলী (২৩)।

বিক্ষোভে উত্তাল আইসিডিডিআরবি
বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে আন্তর্জাতিক উদারাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর’বি)। চিফ অপারেটিং অফিসার (সিওও) পদের বিলুপ্তিসহ নয় দফা দাবি পূরণের আন্দোলনে নেমেছেন প্রতিষ্ঠানটির চার সহস্রাধিক বিজ্ঞানী, কর্মকর্তা ও কর্মচারী।

যৌন হয়রানির অভিযোগে ঢাবি শিক্ষক চাকরিচ্যুত
ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. সাইফুল ইসলামকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করেছে ঢাবি প্রশাসন।

আমিরাতে শিগগিরই এমআরপি পাচ্ছেন দুই লাখ বাংলাদেশি
সংযুক্ত আরব আমিরাতে পাসপোর্ট জটিলতায় পড়া প্রায় দুই লাখ বাংলাদেশি মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) পেতে যাচ্ছেন।

হিজড়া শনাক্তকরণে ডাক্তারি সনদ বাধ্যতামূলক হচ্ছে
হিজড়া শনাক্তকরণে ডাক্তারি পরীক্ষার সনদ বাধ্যতামূলক করা হচ্ছে। সমাজসেবা অধিদফতরের প্রাথমিক জরিপ অনুসারে দেশে হিজড়ার সংখ্যা আনুমানিক সংখ্যা ১০ হাজার।

ব্যাংক জালিয়াতির সঙ্গে জড়িতরা ছাড় পাবে না : অর্থমন্ত্রী
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ব্যাংক জালিয়াতির সঙ্গে জড়িতরা কেউ কোনোভাবেই ছাড় পাবে না। জালিয়াতির সঙ্গে জড়িতদের আগে কেউ স্পর্শ পর্যন্ত করতে পারেনি।

আমিরাতে শিগগিরই এমআরপি পাচ্ছেন দুই লাখ বাংলাদেশি
সংযুক্ত আরব আমিরাতে পাসপোর্ট জটিলতায় পড়া প্রায় দুই লাখ বাংলাদেশি মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) পেতে যাচ্ছেন।

কর্ণফুলীতে টানেল নির্মাণে চীনের সঙ্গে চুক্তি স্বাক্ষর
কর্ণফুলী নদীর তলদেশে প্রায় সাড়ে তিন কিলোমিটার দীর্ঘ টানেল নির্মাণে চীনের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

কোকেন পাচারের ঘটনায় আরো একজন আটক
চট্টগ্রাম বন্দরে সূর্যমুখি তেলের চালানে কোকেন পাওয়ার ঘটনায় রাজধানী থেকে কসকো শিপ বিডির ম্যানেজার একে আজাদকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।

ঢাকায় দক্ষিণ আফ্রিকা
সকালে ঢাকা পৌঁছানোর কথা থাকলেও দুবাইয়ে ফ্লাইট মিস করায় বিকেলে ঢাকায় পা রাখলো দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। এদিকে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে তিন ভাগে বিভক্ত হয়ে বাংলাদেশ সফরে এসেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল।

ইনু নয়, খালেদার বিষয় দেখবে নির্বাচন কমিশন : সুরঞ্জিত
‘২০১৯ সালের নির্বাচনে খালেদা জিয়া অংশগ্রহণ করতে পারবেন না’ তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর এমন বক্তব্যের সমালোচনা করে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, ‘খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারবেন কি পারবেন না, তা নির্বাচন কমিশন দেখবে, ইনু সাহেব নয়।’

৪,১৫,০০০ কোটি টাকার নির্দিষ্টকরণ বিল অনুমোদন
জাতীয় সংসদে মঙ্গলবার ২০১৫-১৬ অর্থবছরের বাজেট ব্যয়ের বাইরে সরকারের বিভিন্ন ধরনের সংযুক্ত দায় মিলিয়ে মোট ৪ লাখ ১৫ হাজার ৩০৮ কোটি ১৮ লাখ ৮৮ হাজার টাকার নির্দিষ্টকরণ বিল পাস হয়েছে।

জালনোট শনাক্তকরণে সচেতনতা বাড়াতে হবে : মাতলুব আহমাদ
জালনোট সম্পর্কে ব্যাংক কর্মকর্তাদের প্রশিক্ষণ থাকলেও সাধারণ মানুষ এ থেকে বঞ্চিত। তাই সাধারণ মানুষকে জালনোট সম্পর্কে সচেতন করে তোলা জরুরি।

গম খাওয়ার উপযোগী কি না ৭২ ঘণ্টার মধ্যে জানাতে হবে
ব্রাজিল থেকে আমদানি করা গম খাওয়ার উপযোগী কি না তা পরীক্ষা করে ৭২ ঘণ্টার মধ্যে জানাতে বলেছে আদালত।

নৈতিকতার কথা বলে না মানা আরও বড় অসততা : সুলতানা কামাল
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন অ্যাডভোকেট সুলতানা কামাল বলেছেন, আমরা বড় বড় নৈতিকতার কথা বলবো কিন্তু নিজেরা নৈতিকতা চর্চা করবো না, তা হয় না।

ব্যাংক জালিয়াতির সঙ্গে জড়িতরা ছাড় পাবে না : অর্থমন্ত্রী
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ব্যাংক জালিয়াতির সঙ্গে জড়িতরা কেউ কোনোভাবেই ছাড় পাবে না।

কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন প্রণয়ন নয় : আইনমন্ত্রী
আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন প্রণয়ণ না করা সরকারের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সংসদে বাজেট পাস
২০১৫-১৬ অর্থবছরের জন্য ২ লাখ ৯৫ হাজার ১০০ কোটি টাকার বাজেট জাতীয় সংসদে পাস হয়েছে। বুধবার থেকে এ বাজেট কার্যকর হবে।

একে/আরআই