ঢাকায় দক্ষিণ আফ্রিকা


প্রকাশিত: ১১:৫৪ এএম, ৩০ জুন ২০১৫

সকালে ঢাকা পৌঁছানোর কথা থাকলেও দুবাইয়ে ফ্লাইট মিস করায় বিকেলে ঢাকায় পা রাখলো দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। এদিকে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে তিন ভাগে বিভক্ত হয়ে বাংলাদেশ সফরে এসেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল।

মঙ্গলবার বিকেলে টি-২০ স্কোয়াডে থাকা ক্রিকেটাররা ঢাকায় এসে পৌঁছেছেন। ওয়ানডে সিরিজের তিনদিন আগে আসবেন ওয়ানডের ক্রিকেটাররা। এরপর আসবেন টেস্ট স্কোয়াডের ক্রিকেটাররা।

দক্ষিণ আফ্রিকার টি-২০তে দলের নেতৃত্ব দেবেন ফাফ ডু প্লেসিস। তার নেতৃত্বেই মঙ্গলবার প্রথম বহর ঢাকা পৌঁছেছে। ১৫ সদস্যের স্কোয়াডে থাকবেন এবি ডি ভিলিয়ার্স, জেপি ডুমিনি ও ডেভিড মিলারের মত তারকা ক্রিকেটাররা।

টি-২০ ও ওয়ানডে খেলে দেশে ফিরে যাবেন দক্ষিণ আফ্রিকার সেরা তারকা এবি ডি ভিলিয়ার্স। এদিকে শর্ট ফরম্যাটে না খেললেও টেস্ট দলে যোগ দেবেন দক্ষিণ আফ্রিকার পেসার ডেল স্টেইন ও ভ্যারন ফিনল্যান্ডার। সীমিত ওভারের ম্যাচগুলোতে দুজনকেই বিশ্রাম দেওয়া হয়েছে।

৫ জুলাই বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার প্রথম টি-টোয়েন্টি হবে মিরপুর স্টেডিয়ামে। ৭ জুলাই হবে দ্বিতীয় টি-টোয়েন্টি। ১০ ও ১২ জুলাই প্রথম দুটি ওয়ানডে হবে মিরপুর স্টেডিয়ামে। এরপর ১৫ জুলাই চট্টগ্রামে তৃতীয় ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে।

২১ থেকে ২৫ জুলাই চট্টগ্রামেই হবে প্রথম টেস্ট। সফরের শেষ টেস্ট হবে মিরপুরে, ৩০ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত। ৪ আগস্ট ঢাকা ছাড়বেন সফরকারীরা।

এমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।