কোকেন পাচারের ঘটনায় আরো একজন আটক
চট্টগ্রাম বন্দরে সূর্যমুখি তেলের চালানে কোকেন পাওয়ার ঘটনায় রাজধানী থেকে কসকো শিপ বিডির ম্যানেজার একে আজাদকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। এ নিয়ে আটকের সংখ্যা হলো তিন। মঙ্গলবার বিকেল ৫টার দিকে তাকে আটক করা হয়।
শুল্ক ও গোয়েন্দা বিভাগের সহকারী পরিচালক (এডি) উম্মে নাহিদা আক্তার জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। সোমবার রাতে রাজধানীর বিভিন্ন স্থান থেকে মোস্তফা কামাল ও আতিকুর রহমান খান নামে আরো দুজনকে আটক করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।
এর আগে সূর্যমুখি তেল আমদানির ঘোষণা দিয়ে দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়া থেকে একটি কন্টেইনার ১০৭ ব্যারেল তেল আমদানি করে চট্টগ্রামের খান জাহান আলী লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান।
পরে রোববার কন্টেইনারের ৯৬ নম্বর ড্রামে তরল কোকেনের অস্তিত্ব খুঁজে পায় শুল্ক গোয়েন্দা ও তদন্ত বিভাগ।
# তেলের চালানে কোকেন : রাজধানীতে আটক ২
এআর/বিএ/আরআই